মুম্বই: ২ বছর পেরিয়ে গেলেও একাংশের মতে শ্রীদেবীর মৃত্যু রহস্যই রয়ে গিয়েছে। উত্তর মেলেনি অনেক প্রশ্নের। শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন নেটিজেনদের একাংশ।


২০১৮ সালে মোহিত মারওয়াড়ের বিয়েতে যোগ দিতে শ্রীদেবী, তাঁর স্বামী বনি কাপুর ও স্বামীর ছোট বোন খুশি কাপুর দুবাই গিয়েছিলেন। কয়েকদিন কাটিয়ে বোনকে নিয়ে মুম্বই ফেরেন বনি। দুবাইয়ে থেকে যান শ্রীদেবী। পরে আবার দুবাই যান বনি কাপুর। সেদিন নৈশভোজের জন্য শ্রীদেবীকে তৈরি হয়ে নিতে বলেন তিনি। তারপরের কাহিনি সকলের জানা। হোটেলের বাথ টাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুবাই সরকার একে দুর্ঘটনাজনক মৃত্যু আখ্যা দিয়েছিল।

নেটিজেনদের একাংশ ও শ্রীদেবীর অনুরাগী-ভক্তদের অনেকে মনে করেন পুরোটাই ধোঁয়াশা-মাখা। কী ভাবে হোটেলের বাথ-টাবে ডুবে মারা গেলেন এক সময়ের হার্টথ্রব। হোটেলের বাথরুমের দরজা কী ভাবে খুলে ঢুকলেন তাঁর স্বামী? শ্রীদেবী যদি বাথ-টাবের মধ্যে অচেতন অবস্থায় পড়েও থাকেন, তা হলে তাঁকে উদ্ধার করতে কী ধরনের সাহায্য চেয়েছিলেন বনি। এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর নেই। তাঁদের মতে কিছু একটা ধামাচাপা দেওয়া হয়েছে। শ্রীদেবীর মৃত্যু-রহস্যের জাল ভেদ করতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন  নেটিজেনদের একাংশ। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন অর্জুন কপূরের ডেবিউ হওয়ার ঠিক আগেই যেমন হারিয়ে গিয়েছিলেন বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা। ঠিক তেমন ভাবে জাহ্নবীর ডেবিউ ছবি মুক্তি পাওয়ার আগে কেন চিরতরে হারিয়ে গেলেন শ্রীদেবী। দুটি ঘটনার মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? কেউ আবার কমেন্ট করেছেন কপূর পরিবার নাকি শ্রীদেবীকে ভালবাসত। অথচ তাঁর মৃত্যুর দুমাসের মধ্যে সোনম কপূরের বিয়ের এলাহী আয়োজন করা হয়।





সিবিআই তদন্তে এই সব প্রশ্নের উত্তর মিলবে বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে। সিবিআইয়ের হাতে গিয়েছে তদন্তভার। শ্রীদেবীর মৃত্যু রহস্য উদঘাটনেও সিবিআই তদন্ত জরুরি বলে মনে করছেন নেটিজেনরা।