নয়াদিল্লি: আলিঙ্গন (hug) করুন, তবে গরুকে। প্রাণীকল্যাণ বোর্ডের (Animal Welfare Board Of India) নির্দেশিকা জারি হতেই হইহই করে মিম-প্রতিযোগিতায় (Meme) নেমে পড়েছেন নেটিজেনরা (netigen) । ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ 'ভ্যালেন্টাইনস ডে'-তে (Valentines Day) গরুকে আলিঙ্গনের (Cow Hug Day) যে নির্দেশ এসেছে, তা পালন করার আগে অন্তত এটুকু তো জানা দরকার যে এই আলিঙ্গনে নিরীহ প্রাণীটির কোনও আপত্তি নেই! তার মতামত জানা যাবে কী করে, 'নিরীহ' প্রশ্ন এক ট্যুইটারেট্টির। এমনই সব মিমের ভিড় গত কাল থেকে।
হাসির রোল...
ট্যুইটারেট্টির প্রশ্ন, 'বাকি সব ছেড়ে দিন, আমরা যে স্রেফ আলিঙ্গনের জন্য গরুটির কাছে যাচ্ছি, সেটি তাকে বোঝাব কী করে? আর তার যে এতে সায় রয়েছে সেটিই বা বোঝা সম্ভব কী উপায়ে?' কার্যত এক উদ্বেগ প্রকাশ করেছেন আর এক নেটিজেন। বলেছেন, 'গরুকে আলিঙ্গনের আগে দয়া করে তার অনুমতি নিয়ে নিন।' আর এক জনের আবার কটাক্ষ, 'মাতৃপিতৃ দিবসের পর এবার COW HUG DE। প্রাণীকল্য়াণ বোর্ডের একজন সদস্যও ভাবেননি, হিন্দিতে HUG DE-র আক্ষরিক অনুবাদ করলে কী দাঁড়াবে।' আপাতত এমন অজস্র মিম ও রঙ্গতামাশার ছড়াছড়ি সোশ্য়াল মিডিয়ায়। সৌজন্যে প্রাণীকল্যাণ বোর্ডের অভিনব নির্দেশিকা।
কী রয়েছে নির্দেশিকায়?
ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের আবেদন, ১৪ ফেব্রুয়ারি যেন Cow Hug Day পালন করা হয়। অর্থাৎ গরুকে আলিঙ্গন করার আবেদন। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে চরমে উঠেছে বিতর্ক।কেন এই আবেদন, তাও স্পষ্ট করেছে প্রাণীকল্যাণ বোর্ড। তাদের দাবি, ভারতীয় সংস্কৃতিতে, ভারতের গ্রামীন অর্থনীতিতে গরুর প্রভাব বিপুল। সেই কথা মাথায় রেখেই এমন বার্তা দেওয়া হয়েছে ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের তরফে। তাদের দাবি, Cow Hug Day-এর মাধ্যমে মানুষের মধ্যে খুশি ও আনন্দ ছড়ানো যাবে। কিন্তু শুধু গরু কেন? অন্য অনেক প্রাণীও তো রয়েছে। তা অবশ্য খোলসা করেনি ভারতের প্রাণীকল্যাণ বোর্ড।ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, গরু ভারতীয় সংস্কৃতি ও গ্রামীন অর্থনীতির মেরুদণ্ড। গরুকে 'কামধেনু', 'গোমাতা' বলে সম্বোধন বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে তুলে আনা হয়েছে বৈদিক যুগের প্রসঙ্গও। পশ্চিমি সভ্যতার কারণে বৈদিক প্রথা বিলুপ্ত হয়েছে। ভারতীয় নানা প্রথা ভুলে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে মানসিকভাবে শান্তি পাওয়া যাবে। ব্যক্তিগত জীবন খুশিতে ভরে উঠবে। তাই ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার দিবস হিসেবে পালন করতে বলা হয়েছে।
আরও পড়ুন:SSKM-এর পর কলকাতা মেডিক্যাল কলেজ, আগামী মাসেই শুরু প্রাইভেট কেবিন পরিষেবা