সন্দীপ সরকার কলকাতা: SSKM-এর উডবার্নের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজেও (Calcutta Medical College) মিলবে প্রাইভেট কেবিন পরিষেবা। দুটি ফ্লোরে থাকছে মোট ২৬টি কেবিন। দৈনিক প্রতি রোগীপিছু ভাড়া পড়বে দেড় থেকে আড়াই হাজার টাকার মধ্যে। কেবিনগুলিতে থাকছে অত্যাধুনিক পরিষেবা। ১ মার্চ থেকে পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা রেখেছে কর্তৃপক্ষ।                                    


মিলবে প্রাইভেট কেবিন পরিষেবা: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক। SSKM-এর উডবার্ন ওয়ার্ডের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজে চালু হচ্ছে রাজ্যের দ্বিতীয় প্রাইভেট কেবিন পরিষেবা। ফলে উন্নতমানের চিকিৎসা পরিষেবার পাশাপাশি বেসরকারি হাসপাতালের মতো ঝাঁ চকচকে পরিবেশের মধ্যে থাকতে পারবেন রোগীরা। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের নয় ও দশ তলায় এই প্রাইভেট কেবিন পরিষেবা চালু হচ্ছে।                    


কী কী পরিষেবা মিলবে?



  • প্রতিটি ফ্লোরে ১৩টি করে মোট ২৬টি কেবিন থাকবে।


  • ৬টি কেবিন বরাদ্দ থাকছে হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও পড়ুয়াদের জন্য।


  • প্রত্যেকটিতে আলাদা অক্সিজেন সেট আপ


  • রোগীর শারীরিক অবস্থার ওপর নজর রাখার জন্য কার্ডিয়াক মনিটর তো থাকছেই।


 



  • এছাড়াও প্রতি কেবিনে থাকবে টেলিভিশন সেট, সোফা, অ্যাটাচড বাথরুম।


  • রাখা যাবে অ্যাটেনড্যান্ট।

    মোট তিন ধরনের কেবিন থাকছে কলকাতা মেডিক্যাল কলেজে। সিঙ্গল অকুপেন্সি বা একজন রোগীর কোবিনের প্রতিদিনের ভাড়া পড়বে আড়াই হাজার টাকা।  ডবল অকুপেন্সি বা দু-জন রোগীর কেবিনের জন্য প্রতিদিন দিতে হবে ২ হাজার টাকা করে।  আর ত্রিপল অকুপেন্সি, অর্থাৎ তিন জন রোগীর থাকার মতো কেবিনের ভাড়া ধরা হয়েছে দেড় হাজার টাকা করে। কর্তৃপক্ষের দাবি, রোগীদের খাবারের দামও এই টাকার মধ্যেই ধরা রয়েছে। তবে রোগীরা চাইনে হাসপাতালের ক্যান্টিন থেকে নিজেরা খাবার আনিয়ে খেতে পারবেন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে স্বাস্থ্যসাথী বা বেসরকারি কোনও বিমার ক্ষেত্রে ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে না। তবে চিকিৎসার পর কেউ খরচের টাকা পাওয়ার জন্য রি-ইমবার্সমেন্টের আবেদন করতেই পারেন। পয়লা মার্চই নতুন এই পরিষেবা শুরুর কথা রয়েছে।

    আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবি ধর্না, সরকারের ওপর চাপ বাড়াতে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি