মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু আবার স্বজনপোষণ বিতর্কের ওপর থেকে পর্দা ওঠাল। ক্রুদ্ধ, শোকাচ্ছন্ন নেটিজেনরা গণহারে আনফলো করছেন কর্ণ জোহর ও আলিয়া ভট্টকে। কর্ণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ১ কোটি ১০ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ। আলিয়ার ফলোয়ার সংখ্যাও কমেছে আগের থেকে।


নেটিজেনদের অভিযোগ, বলিউড এখন স্বজনপোষণের পীঠস্থান। স্টার কিডরা ছাড়া আর কেউ এখানে নিজের জায়গা করে নিতে চাইলে ক্রমাগত মানসিক চাপ দিয়ে তাঁকে ঠেলে দেওয়া হয় শেষ হয়ে যাওয়ার দিকে, যেমনটা সুশান্তের ক্ষেত্রে হল। উল্টোদিকে আলিয়া ভট্ট, সোনম কপূর, বরুণ ধবন, আদিত্য রায় কপূর, তুষার কপূর এমনকী উদয় চোপড়াদেরও এখানে বারবার জাঁকিয়ে বসার সুযোগ দেওয়া হয়। ইনস্টাগ্রামে আলিয়ার ৪.৮৪ কোটি ফলোয়ার এখন কমে হয়েছে ৪.৮৩ কোটি। উল্টে মৃত্যুর পরেও বেড়েছে সুশান্তের ফলোয়ার সংখ্যা।

সুশান্তের অনুরাগীরা ডুবে রয়েছেন তাঁর মৃত্যু শোকে। ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে প্রথমে ছোট ও পরে বড় পর্দায় অসাধারণ উত্তরণ ঘটে সুশান্তের। তাঁর শেষ ছবি ছিছোরে-ও হিট। কিন্তু গত রবিবার নিজের বাড়ি থেকে জনপ্রিয় এই অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়।