কলকাতা: কখনও অনলাইন কেনাকাটায় ব্যবহার না হওয়া যাবতীয় ক্রেডিট ও ডেবিট কার্ড নাকি ১৬ তারিখ থেকে অকেজো হয়ে যাচ্ছে। ডেবিট ও ক্রেডিট কার্ডগুলির নিরাপত্তা বাড়াতে এই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। দেশে যেভাবে সাইবার জালিয়াতি বাড়ছে তার প্রেক্ষিতে এই ব্যবস্থা।


১৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক দেশের ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেয়, শুধু এটিএমে ঘরোয়া লেনদেন ও দেশের মধ্যে কেনাকাটার কাজে ব্যবহারের জন্য ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করতে হবে ও পুনর্নবীকরণ করতে হবে। আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কার্ডহীন ও যোগাযোগহীন লেনদেনের জন্য কার্ড গ্রহীতাদের তাঁদের কার্ডে বিশেষ পরিষেবার আবেদন করতে হবে। ১৬ তারিখ থেকে নতুন কার্ডের ক্ষেত্রে চালু হয়ে যাচ্ছে এই নিয়ম। আর যাঁদের কার্ড এর আগের, তাঁদের সিদ্ধান্ত নিতে হবে এই সুবিধেগুলোর কিছু বন্ধ রাখবেন কিনা।

পাশাপাশি কার্ড যে ব্যাঙ্কের, তাঁরা ঝুঁকির ভিত্তিতে ঠিক করবেন, তাঁদের ইতিমধ্যেই ইস্যু করা কার্ডে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, আন্তর্জাতিক লেনদেন ও যোগাযোগহীন লেনদেনের সুবিধে বন্ধ করে দেওয়া হবে কিনা। যদি আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড ১৬ তারিখ পর্যন্ত অনলাইন বা আন্তর্জাতিক বা যোগাযোগহীন লেনদেনের কাজে ব্যবহার না হয়, তবে আর কোনওদিনই এই কার্ড দিয়ে আপনি অনলাইন লেনদেন করতে পারবেন না। তবে কার্ড ব্যবহারকারীরা তাঁদের আর্থিক লেনদেনের সীমা ইচ্ছেমত বাড়াতে, কমাতে পারবেন, তবে তা থাকতে হবে কার্ড লিমিটের মধ্যে।