কলকাতা: সূচ-সুতোয় বোনা হবে স্বপ্নের গল্প, ভালবাসার কথা। 'খুকুমণি'-র পরে, এবার 'তুঁতে'-র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhshit)-কে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে সৈয়দ আরেফিন (Syed Arefin)-কে। ছোটপর্দায় এই প্রথম জুটি হিসেবে দেখা যাবে এই দুই অভিনেতা অভিনেত্রীকে।
এই ধারাবাহিকের গল্প তুঁতে নামের একটি গ্রামের মেয়েকে নিয়ে। গ্রামে থেকেই যে স্বপ্ন দেখে ফ্যাশান ডিজাইনার হওয়ার। কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। তুঁতেকে মিথ্যে কথা বলে পাঠিয়ে দেওয়া হয় শহরে। সে বিশ্বাস করে, তাঁর ফ্যাশান ডিজাইনারের স্বপ্নপূরণ হতে চলেছে। কিন্তু শহরে বাড়িতে এসে তুঁতে জানতে পারে, সেলাইয়ের কাজ নয়, তাঁকে করতে হবে বাড়ির পরিচারিকার কাজ।
মনখারাপ হয় যায় তুঁতের। শহরের যে বাড়িতে সে এসে ওঠে, সেখানে সবাই খারাপ ব্যবহার করে তাঁর সঙ্গে। লাহিড়ি বাড়ির সবাই তাকে হেয় করে, কিন্তু তার পাশে দাঁড়ায় গল্পের নায়ক সৈয়দ আরফিন। সে বলে, যাঁরা বাড়ির কাজ করেন, তাঁদের কি স্বপ্ন থাকতে নেই, ক্ষমতা থাকতে নেই অন্য কিছু করার? সেই থেকেই শুরু হয় তুঁতের লড়াইয়ের সফর। কোন পথে এগোবে তুঁতের জীবন, সেই উত্তর দেবে ধারাবাহিকের গল্প।
প্রসঙ্গত, এর আগে 'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন দ্বীপান্বিতা। অন্যদিকে খেলাঘর ধারাবাহিকে মুখ্যভূমিকায়ে ছিলেন সৈয়দ। এবার দুই নায়ক নায়িকার রসায়ন কেমন হবে, সেটা দেখার অপেক্ষায় দর্শকেরা।
অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আগামী ৪ তারিখ থেকে স্টার জলসায় সন্ধে ৭টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। নতুন গল্প দেখার অপেক্ষায় দর্শকেরা।
আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?
আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?