পোল্যান্ডে ছড়িয়েছে নতুন জীবাণু, ২০ দিনে আক্রান্ত ৩৩,০০০ শূকরছানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2020 03:51 PM (IST)
এই মুহূর্তে চিনেও ছড়িয়ে পড়েছে আফ্রিকান সোয়াইন ফিভার। ৪০ শতাংশের মত শূকরকে মেরে ফেলেছে তারা।
কলকাতা: পোল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে এক ছোঁয়াচে জীবাণু। রোগের নাম আফ্রিকান সোয়াইন ফিভার, মাত্র ২০ দিনে এতে আক্রান্ত হয়েছে ৩৩,০০০-এর বেশি শূকরছানা। এই রোগ ছড়ানোর খবর প্রথম বার হয় ২৩ মার্চ, পোল্যান্ডের লুবজ প্রদেশের নিডোরাজ গ্রামের কাছে ২৩,৭০০টি শূকরছানা এতে আক্রান্ত হয়। আর সোমবার শুরু হয় সংক্রমণের দ্বিতীয় পর্যায়, শূকর পালনের গুরুত্বপূর্ণ কেন্দ্র পোজনানের বিকওয়াইস এলাকার কাছ থেকে। আরও ১০,০০০ শূকরছানা সংক্রমিত হয়েছে বলে খবর। মার্চের মাঝামাঝি নিডোরাজ থেকে একহাজার শূকরছানা কেনা হয়। সেই ছানা থেকে বিকওয়াইসের শূকরগুলি সংক্রমিত হয় বলে খবর। বিকওয়াইসের শূকরগুলিকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করা হবে বলে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে চিনেও ছড়িয়ে পড়েছে আফ্রিকান সোয়াইন ফিভার। ৪০ শতাংশের মত শূকরকে মেরে ফেলেছে তারা।