হাফিজ সইদ। ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এবার নাকি নতুন করে সাজাচ্ছে ঘুঁটি। ভারতবাসীকে ফের একবার বিপদে ফলতে তৎপর হয়েছে এই কুখ্যাত জঙ্গি। নতুন গোয়েন্দা তথ্যে উঠে আসছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা। পাকিস্তানের এই সন্ত্রাসবাদী এবার ভারতকে পর্যুদস্ত করার ছক কষছে বাংলাদেশ থেকে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। বাড়ছে ইসলামিক উগ্রবাদীদের দাপট। এই আবহে হাফিজ সইদের মতো জঙ্গিরা ভারতে হামলার ছক করছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। 

Continues below advertisement

গত, ৩০ অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে আয়োজিত একটি সমাবেশের ভিডিও রেকর্ডিং থেকে এই তথ্য জানা গিয়েছে।  লস্কর-ই-তৈবার কমান্ডার সাইফুল্লাহ সইফকে একটি ভিডিও স্পষ্ট বলতে শোনা গিয়েছে, "হাফিজ সইদ অলস বসে ছিলেন না। তিনি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিলেন।" সেখানে আরও দাবি করা হয়, লস্কর-ই-তৈবার সদস্যরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় আছে এবং এবার অপারেশন সিঁদুরের জবাব দেওয়া হবে।  

গোয়েন্দা সূত্রে খবর, হাফিজ 'জিহাদের' পরিকল্পনা করছে। ভারতবিরোধী কাজে সে তাতাচ্ছে বাংলাদেশের  স্থানীয় যুবকদের । তাদের মনে মৌলবাদী ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে।   তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ প্রদানের জন্য হাফিজ তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশে পাঠিয়েছে। আর এসবই ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন একটি ভিডিও মারফৎ। সেখানে সইফকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রকাশ্যে মানুষকে উস্কে দিতে দেখা যাচ্ছে।ভিডিওতে এই অনুষ্ঠানে শিশুদেরও দেখা গিয়েছে। অর্থাৎ তাদের টার্গেট শৈশব থেকেই তাদের ভারবিরোধী করে তোলা।  ভারতের বিরুদ্ধে 'জিহাদের'জন্য মন তৈরি করে দেওয়া।    

Continues below advertisement

সাইফুল্লাহর বক্তৃতায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা শোনা গিয়েছে।  সেখানে দাবি করা হয়েছে,  ৯-১০ মে রাতের পর পাকিস্তান জবাব দিয়েছে।  পাশাপাশি  মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশও পাকিস্তানের কাছাকাছি চলে আসার দাবি করেছে সাইফুল্লাহ। 

সাইফুল্লাহর দাবি এখন, আমেরিকা তাদের সঙ্গে আছে। বাংলাদেশও আবার পাকিস্তানের কাছাকাছি আসছে। এই ভাবে জোটবদ্ধ হয়ে ভারতে পর্যুদস্ত করার হুঙ্কার ছাড়ে সে।  তখনই সাইফুল্লাহ দাবি করে, ভারতের পূর্ব সীমান্তে একটি নতুন অপারেশন থিয়েটার তৈরি হয়েছে। সেটাকেই কাজে লাগাতে চাইছে  লস্কর-ই-তৈবা।

শুধু ভারত নয়, আমেরিকা সহ একাধিক দেশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় হাফিজ সইদের নাম রয়েছে। হাফিজ সইদের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে একাধিকবার পাকিস্তানের হাতে তথ্যপ্রমাণও তুলে দিয়েছে ভারত। কিন্তু, এব্যাপারে পাকিস্তানের তরফে কোনও পদক্ষেপ চোখে পড়েনি। তাই আজও নিশ্চিন্তে পাকিস্তানে বসেই ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে হাফিজ সইদ।