কলকাতা: নিউটাউনে আইনজীবী রজত দে খুনের ঘটনায় স্ত্রী অনিন্দিতা পালকে দোষী সাব্যস্ত করল বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন ও ২০১ ধারায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে। বুধবার সাজা ঘোষণা করবে আদালত।
২০১৮ সালের ২৫ নভেম্বর নিউ টাউনের ডিবি ব্লকের ফ্ল্যাটে কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দের দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের ভেতরে সে সময় রজত ছাড়া ছিলেন শুধু তাঁর স্ত্রী অনিন্দিতা পাল। পেশায় আইনজীবী অনিন্দিতা বলেন, রজত আত্মহত্যা করেছেন। কিন্তু ২৬ তারিখ রজতের বাবা সমীর দে নিউটাউন থানায় অভিযোগ করেন, তাঁর ছেলেকে খুন করা হয়েছে, দোষী পুত্রবধূ অনিন্দিতা। অনিন্দিতার বাবা, ভাই, পরিবারের অন্যান্যদের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। এরপর অনিন্দিতাকে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। আজ তাঁকে দোষী সাব্যস্ত করে বারাসত ফার্স্ট ট্র্যাক কোর্ট। আদালতের বক্তব্য, শুনানিতে জানা গিয়েছে, অনিন্দিতা রজতের সঙ্গে থাকতে চাইছিলেন না, ডিভোর্স চাইছিলেন। কিন্তু রজত ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তাঁকে খুন করেন তিনি। মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়।
এ ব্যাপারে সরাসরি কোনও প্রমাণ না থাকলেও ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে। অনিন্দিতার ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, তিনি গুগল সার্চ করে দেখেন, খুন কীভাবে খুন করা হয়, কীভাবে প্রমাণ লোপাট করা হয়, কীভাবে বাঁচানো যায় নিজেকে। রজতের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক চ্যাট পরীক্ষা করেও দেখা গিয়েছে, অনিন্দিতা বারবার বলেছেন, তোমার সঙ্গে থাকা নরকের মত। তা ছাড়া ২৫ তারিখ ভোরে স্বামীর অসুস্থতার কথা চাউর করলেও তিনি নিজে তাঁকে হাসপাতালে নিয়ে যাননি, অন্য লোককে দিয়ে পাঠিয়ে দেন। তবে এই ঘটনায় তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা এখনও জানা যায়নি।
গুগল সার্চ করে জানেন কী করে খুন করে, নিউ টাউনে আইনজীবী হত্যায় দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা পাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2020 02:02 PM (IST)
এ ব্যাপারে সরাসরি কোনও প্রমাণ না থাকলেও ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে। অনিন্দিতার ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, তিনি গুগল সার্চ করে দেখেন, খুন কীভাবে খুন করা হয়, কীভাবে প্রমাণ লোপাট করা হয়, কীভাবে বাঁচানো যায় নিজেকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -