দুবাই:যশপ্রীত বুমরা এই মুহূর্তে বিশ্বে টি-২০ ধারার ক্রিকেটের সেরা বোলার। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। অস্ট্রেলিয়ান পেসার জানিয়েছেন যে তিনি বুমরা এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে আগামীদিনে কাজ করতে উৎসাহী। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান টিমের বোলিং ইউনিটের কথা মাথায় রেখেই প্যাটিনসন কথাগুলি বলেছেন।
প্যাটিনসন বলেন ,বিশ্বের কয়েকজন সেরা বোলারের সঙ্গে একসঙ্গে কাজ করাটা সবসময়ই একটা দারুন অভিজ্ঞতা। ভারতের বুমরা তো টি-২০ ক্রিকেটের সেরা পেসার বিশ্বে। ট্রেন্ট বোল্টও ভীষণই ভালো। তাই এঁদের পাশে দাঁড়িয়ে বোলিং করতে খুব ভালো লাগবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে তিনি এর আগে বেশ কিছু ম্যাচ খেলেছেন বলে জানান প্যাটিনসন। সেইসঙ্গে বলেন, যেহেতু ইউএই-তে আমার বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই স্বাভাবিক খেলাটা খেলতে অসুবিধা হবে বলে মনে হয় না। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান টিমে প্রবীণ শ্রীলঙ্কান বোলার লাসিথ মালিঙ্গার স্থানে খেলার সুযোগ পেয়েছেন প্যাটিনসন। ইউএই-তে খেলার পরিবেশ সম্পর্কে নিজের ধারণা জানাতে গিয়ে প্যাটিনসন জানাচ্ছেন, মনে হচ্ছে ওখানে স্লোয়ার ডেলিভারি খুব বেশি করে ব্যবহৃত হবে। আর ম্যাচ যত গড়াবে পিচও ক্রমেই স্লো হবে, বলও নিচু হয়ে আসতে থাকবে।এটা আমার ধারণা। বাকিটা ওখানকার মাঠে খেলতে খেলতে বুঝতে পারব নিশ্চয়ই।
বুমরাই সম্ভবত সেরা টি-২০ পেসার, বললেন প্যাটিনসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2020 01:51 PM (IST)
প্যাটিনসন বলেন ,বিশ্বের কয়েকজন সেরা বোলারের সঙ্গে একসঙ্গে কাজ করাটা সবসময়ই একটা দারুন অভিজ্ঞতা। ভারতের বুমরা তো টি-২০ ক্রিকেটের সেরা পেসার বিশ্বে। ট্রেন্ট বোল্টও ভীষণই ভালো। তাই এঁদের পাশে দাঁড়িয়ে বোলিং করতে খুব ভালো লাগবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -