মুম্বই: একটি তাৎপর্যপূর্ণ রায়ে জালিয়াতির দায়ে দেশছাড়া নীরব মোদির ১,৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ আদালত। এক মাসের মধ্যে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে তারা।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর হীতেন ভেনেগাঁওকর বলেছেন, ২০১৯-এর ৫ ডিসেম্বর থেকে নীরবকে পলাতক আর্থিক কারণে অপরাধী বলে ঘোষণা করা হয়। তাই আদালত ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টে তার বিশেষ কিছু সম্পত্তি অধিগ্রহণের নির্দেশ দিয়েছে। যদিও এই সব সম্পত্তির যেগুলো বাঁধা বা বন্ধক রাখা আছে, সেগুলো হিসেবের মধ্যে রাখা হয়নি। এর মধ্যে আছে আয়কর দফতরের বাজেয়াপ্ত করা মূল্যবান কিছু ছবিও।
এ ধরনের বন্ধকী সম্পত্তির ক্ষেত্রে ব্যাঙ্ক বা অন্য আগ্রহী পক্ষকে আইনমত আদালত, সংশ্লিষ্ট প্রশাসন বা ট্রাইবুন্যালে আবেদন করতে হবে। ইডি যদি নীরবের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তবে তাদের অতিরিক্ত একটি আবেদন করতে হবে।
নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকা জালিয়াতি করেছেন বলে অভিযোগ। তারপর দেশ ছেড়েছেন তাঁরা। নীরব এখন লন্ডনের জেলে, মেহুল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বার্বুডার নাগরিকত্ব নিয়েছেন।
নীরব মোদির ১,৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, বলল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2020 09:35 AM (IST)
এ ধরনের বন্ধকী সম্পত্তির ক্ষেত্রে ব্যাঙ্ক বা অন্য আগ্রহী পক্ষকে আইনমত আদালত, সংশ্লিষ্ট প্রশাসন বা ট্রাইবুন্যালে আবেদন করতে হবে। ইডি যদি নীরবের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তবে তাদের অতিরিক্ত একটি আবেদন করতে হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -