নয়াদিল্লি: ২০ তারিখ হতে চলেছে নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীর ফাঁসি। নতুন করে এই তারিখ ঘোষণা করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আদালত জানিয়েছে, ওদিন ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া ধর্ষণ-হত্যার ৪ অপরাধী মুকেশ, পবন, বিনয় ও অক্ষয়ের ফাঁসি হবে।


নির্ভয়া কাণ্ডে এ নিয়ে চতুর্থ মৃত্যু পরোয়ানা জারি করল আদালত। এর আগে তিনবার অপরাধীদের ক্ষমাভিক্ষা সংক্রান্ত আইনি প্রক্রিয়ার জেরে ফাঁসি আটকে যায়। কিন্তু চার অপরাধীই তাদের হাতে থাকা যাবতীয় বিকল্প খরচ করে ফেলেছে, তাই এবার তাদের ফাঁসি সম্ভবত নিশ্চিত। নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, তাঁর বিশ্বাস, এটিই মৃত্যুদণ্ডের চূড়ান্ত তারিখ, আর ফাঁসি পিছোবে না। ২০ তারিখের সকাল তাঁদের জীবনে নতুন ভোর নিয়ে আসবে। তাঁর মেয়ের ওই ৪ খুনীকে তিনি মৃত দেখতে চান।


গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষী পবনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। ২০১২-র ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে ভয়াবহভাবে ধর্ষণ করা হয় ২৩ বছরের জনৈক ফিজিওথেরাপি ছাত্রীকে। তাঁকেই সংবাদমাধ্যম সম্বোধন করে নির্ভয়া নামে। দিনকয়েক মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সিঙ্গাপুরের হাসপাতালে নির্ভয়ার মৃত্যু হয়। ২০১৪-য় দিল্লি হাইকোর্ট ও ২০১৭-য় সুপ্রিম কোর্ট নির্ভয়ার অপরাধীদের ফাঁসির সাজা দেয়। তবে এর মধ্যে তিহার জেলে মারা যায় অন্যতম অপরাধী রাম সিংহ, অপ্রাপ্তবয়স্ক হওয়ার ছুতোয় ৩ বছর জেলে কাটিয়ে ছাড়া পেয়ে যায় আর এক অপরাধী। বাকি ৪ জন এক এক করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রাষ্ট্রপতি ও শীর্ষ আদালতের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে থাকে।