ট্রেন্ডিং

ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, অডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ

রাহুল গাঁধীর 'অ্যাক্ট অফ ট্র্যাজেডি' প্রসঙ্গে পাল্টা জবাব বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার

রাতে বসল বায়ো টয়লেট, চাকরিহারাদের জন্য সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু

'এরকম আবার হলে আমরা চুপ করে বসে থাকব না', সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা কংগ্রেস সাংসদ শশী তারুরের

বাজারে ছেয়ে গিয়েছে জাল ওষুধ, ১৩৭টি ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা রাজ্য ড্রাগ কন্ট্রোলের
ফের করোনা আতঙ্ক ! রাজ্যে একাধিক করোনা আক্রান্তের হদিশ
কাল ফাঁসি হচ্ছে না নির্ভয়া মামলায় চার দোষীর, পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিতাদেশ আদালতের
গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি জানায় পবন। আবেদনে বলে হয়, ২০১২ সালে, তার বয়স ছিল ১৬ বছর দু’মাস। দোষীর দাবি, জুভেনাইল আইন অনুযায়ী তার বয়স নির্ধারণ করা হয়নি।
Continues below advertisement

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি। দিল্লির একটি আদালত চার দোষীর সাজা কার্যকরে পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে। এই নিয়ে তৃতীয়বার নির্ভয়া মামলায় দোষীদের সাজা কার্যকরে স্থগিতাদেশ দিল আদালত।
রাষ্ট্রপতির কাছে দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জির পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দিয়েছে আদালত।
৩ মার্চ ফাঁসি হওয়ার কথা ছিল। এজন্য আদালত মৃত্যু পরোয়ানাও জারি করেছিল। এরইমধ্যে সুপ্রিম কোর্টে সাজা সংশোধনের আর্জি জানিয়েছিল চার দোষীর একজন পবন গুপ্তা। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি এদিন খারিজ করে দেয়।
এর আগে অন্য তিন দোষী মুকেশ, বিনয় ও অক্ষয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
রাত পোহালেই ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়ার অপরাধীদের। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি জানায় দোষী পবন গুপ্ত। সেই আবেদনে শীর্ষ আদালত কী রায় দেয়, সেই দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। সোমবার পবন গুপ্তর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করে, যাবজ্জীবন কারাবাস দিতে, আদালতে আবেদন করেছিল ২৫ বছরের পবন। আদালতে তা খারিজ হয়ে যাওয়ায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় পবন।
গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি জানায় পবন। আবেদনে বলা হয়, ২০১২ সালে, তার বয়স ছিল ১৬ বছর ২ মাস। দোষীর দাবি, জুভেনাইল আইন অনুযায়ী তার বয়স নির্ধারণ করা হয়নি। সেই যুক্তি খাড়া করেই পবনের সাজা কমানোর আর্জি জানান আইনজীবী এপি সিংহ।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে