কলকাতা: দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩ মার্চের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল বিসিসিআই প্রেসিডেন্টের। কিন্তু এর মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। গত কয়েকদিনে ৭৩০টি করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই তার জেরে আতঙ্কিত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।
এই পরিস্থিতিতে দুবাই যাচ্ছেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।
ফলে, ২০২০ সালে এশিয়া কাপ কোথায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
বিসিসিআই সূত্রে খবর, ‘রবিবারই দুবাই রওনা হওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের জন্যই আপাতত স্থগিত রাখা হয়েছে বৈঠক।’
গত শুক্রবার বিসিসিআইয়ের তরফে সৌরভ জানিয়ে দেন, দুবাইতে এশিয়া কাপ হবে, তাতে যোগ দেবে ভারত, পাকিস্তান দুই দলই।
পাকিস্তানেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ দেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল, ভারত পাক-ভূমিতে খেলতে যাবে না।
বিসিসিআই-এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এরপর পিসিবি জানায়, একমাত্র এসিসি-ই এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে, কোথায় খেলা হবে টুর্নামেন্ট।
এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই ৩ মার্চ নাজমুল হাসানের নেতৃত্বে দুবাইতে বৈঠকের কথা ছিল।
করোনা আতঙ্ক: দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যাচ্ছেন না সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 09:53 AM (IST)
বিসিসিআই সূত্রে খবর, ‘রবিবারই দুবাই রওনা হওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের জন্যই আপাতত স্থগিত রাখা হয়েছে বৈঠক।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -