নয়াদিল্লি: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে চিঠি পাঠিয়ে নির্ভয়া গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার দোষীর ফাঁসির তাজা সম্প্রচারের দাবি তুলল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ‘পিপল এগেনস্ট রেপস ইন ইন্ডিয়া’ নামে এনজিও-টির প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী যোগিতা ভায়ানা চিঠিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরকে বলেছেন, আপনাকে আবেদন করছি, দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াকে অনুমতি দিন যাতে তারা ২২ জানুয়ারির পুরো ফাঁসি দেওয়ার পর্ব সরাসরি সম্প্রচার করতে পারে।
বিনয়, পবন, অক্ষয় ও মুকেশ-২০১২র দিল্লির নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী ঘোষিত এই চারজনের মৃত্যুদণ্ডের পরোয়ানা বেরিয়ে গিয়েছে। ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে ওদের ফাঁসির সাজা কার্যকর করা হবে। ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে ২৩ বছর বয়সি প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়ার গণধর্ষণ, পরে হাসপাতালে তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোরগোল হয়।
নারী সুরক্ষার প্রশ্নে গোটা বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে ভায়ানা বলেছেন, ফাঁসি দেওয়ার পুরো পর্ব সরাসরি দেখানো হলে ওদের চরম সাজা দেওয়ার ভারতের সিদ্ধান্তকে ‘গৌরবান্বিত করা যাবে’। ভায়ানার মতে, ভারতের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে, দেখানো যাবে যে, নারী সুরক্ষা ও ন্যয়ের ব্যাপারে আমাদের জাতীয় বোধ আন্তর্জাতিক মানের সমতুল।
ভায়ানা আরও বলেছেন, ফাঁসি হওয়ার দিন যাতে মানুষের কাছে সঠিক বার্তা যায়, সেজন্য মিডিয়াকে কাজে লাগানো যেতে পারে। এর প্রভাব হবে চিরস্থায়ী। মহিলা সুরক্ষার প্রশ্নে নয়া বদলের সূচনা ঘটাতে ভারতীয় মিডিয়ার অবদান ভূয়সী প্রশংসা যাবে বলেও অভিমত জানিয়েছেন তিনি।
নির্ভয়া ধর্ষণ মামলার চার দোষীর ফাঁসির সরাসরি সম্প্রচারে অনুমতি দিন, কেন্দ্রকে চিঠি এনজিও-র
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jan 2020 08:48 PM (IST)
বিনয়, পবন, অক্ষয় ও মুকেশ-২০১২র দিল্লির নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী ঘোষিত এই চারজনের মৃত্যুদণ্ডের পরোয়ানা বেরিয়ে গিয়েছে। ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে ওদের ফাঁসির সাজা কার্যকর করা হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -