নির্ভয়ার অপরাধীদের কেন আলাদা-আলাদা ভাবে ফাঁসি নয়? শুক্রবার কেন্দ্রের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, নির্ভয়া মামলার চার অপরাধীকে একসঙ্গে ফাঁসি দিতে হবে। একই অপরাধে অভিযুক্তদের আলাদা-আলাদা ভাবে ফাঁসি দেওয়ার আর্জি নাকচ হয়ে যায় আদালতে।

Continues below advertisement
নয়াদিল্লি: আইনের জালে আটকে নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসি। দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, নির্ভয়া মামলার চার অপরাধীকে একসঙ্গে ফাঁসি দিতে হবে। একই অপরাধে অভিযুক্তদের আলাদা-আলাদা ভাবে ফাঁসি দেওয়ার আর্জি নাকচ হয়ে যায় আদালতে। সেই সঙ্গে দিল্লি আদালত,আর ৭ দিন সময় দেয় চার অপরাধীকে, যদি তারা আইনের আর কোনও রাস্তা অবলম্বন করতে চায়, সেইজন্য। তারপর প্রশাসন প্রয়োজন মতো পদক্ষেপ করবে। হাইকোর্টের এই রায়কে নির্ভয়ার পরিবার স্বাগত জানালেও, তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য, যার সব আবেদন খারিজ হয়ে গিয়েছে, তার ফাঁসি বাকিদের জন্য ঝুলে থাকছে। দিল্লির কারাবিধিতে একসঙ্গে ফাঁসির বিষয়টি বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকারের এই আবেদন কাল শুনবে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, অপরাধীরা আইনের সুযোগ নিচ্ছে। ফাঁসি পিছনোর জন্য ইচ্ছাকৃত দেরি করে আর্জি জানাচ্ছে। তাদের আর যাতে সময় না দেওয়া হয়, সেদিকে নজর দেওয়া হোক।
Continues below advertisement
Sponsored Links by Taboola