নয়াদিল্লি: আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ফোর্বস’-এর ১০০ সবচেয়ে ক্ষমতাশালী মহিলার তালিকায় ঠাঁই পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে ওই তালিকায় রয়েছেন এইচসিএল কর্পোরেশনের সিইও এবং একজিকিউটভ ডিরেক্টর রোশনী নাদর মালহোত্র এবং বোয়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ।
সম্প্রতি, ২০১৯ সালের ১০০ সর্বক্ষমতাশালী মহিলার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্ড। তৃতীয় মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তালিকায় ২৯ তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবছরই তালিকায় প্রবেশ করেছেন সীতারমণ। তিনি ৩৪ তম স্থানে রয়েছেন। ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী সীতারমণ এর আগে, প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সামলেছেন। অন্যদিকে, তালিকায় ৫৪ তম স্থান দখল করেছেন নাদর মালহোত্র এবং ৬৫তম স্থানে রয়েছেন কিরণ মজুমদার-শ।