মুম্বই: বৈধ নথিপত্র ছাড়াই এদেশে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার টাউন থেকে গ্রেফতার সাত বাংলাদেশি অভিবাসনকারী। পালঘর থানার জনসংযোগ অফিসার হেমন্ত কাতকর বলেছেন, পালঘর পুলিশের সন্ত্রাসদমন স্কোয়াডের সদস্যরা বুধবার ভিরারের তিরুপতি নগরের এক আবাসিক কলোনি থেকে সাত বাংলাদেশি পুরুষকে পাকড়াও করে। অভিযুক্তদের কাছে কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। ভারতীয় পাসপোর্ট আইন ও ফরেনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় আরনালা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাতে সই করায় বিলটি আইনে পরিণত হয়েছে। তার মধ্যেই ধরা পড়ল এই সাতজন।
নতুন আইনে ২০১৪র ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের জেরে ভারতে চলে আসা অমুসলিম শরণার্থীরা এদেশের নাগরিকত্ব পাবেন। এ নিয়ে সারা দেশে প্রবল বিতর্ক মাথাচাড়া দিয়েছে। অসম সহ উত্তরপূর্ব ভারতে অশান্তি চলছে। গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বার্ষিক শীর্ষ বৈঠক স্থগিত রাখা হয়েছে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে। বাংলাদেশের দুজন মন্ত্রীর ভারত সফরও বাতিল হয়েছে এই প্রেক্ষাপটে। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন বৃহস্পতিবার ভারত সফরে রওনার কয়েক ঘন্টা আগেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য খারিজ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের শিলং-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল শুক্রবার। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে অশান্তি, হিংসার জেরে তিনিও তিনদিনের সফর বাতিল করেন।