বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বিরোধীদের জোট INDIA-র আহ্বায়ক হতে পারেন নীতীশ কুমার, খবর সূত্রের। মুম্বইয়ে পরের বৈঠকেই বিহারের মুখ্যমন্ত্রীর নাম জোটের আহ্বায়ক হিসেবে ঘোষণার সম্ভাবনা। গতকাল বিরোধীদের বৈঠকে যোগ দিয়েছিল ২৬টি দল।
একসময়ে এনডিএ-এর শরিক ছিলেন তিনি। তারপরে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে, এনডিএ থেকে সরয়ে এসে বিজেপি-বিরোধী শিবিরেই যোগ দিয়েছেন। বিহারে এককালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারিয়ে সরকার করেছেন নীতিশ কুমার। এবার আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোটের মুখ হিসেবে ভরসা করা হতে পারে নীতিশ কুমারকেই। তেমনটাই খবর সূত্রের। বিরোধী জোটের আগামী বৈঠক হবে মুম্বইয়ে। সেখানেই সরকারি ভাবে এই ঘোষণা করা হতে পারে, বিরোধী জোটের কনভেনর হিসেবে ঘোষণা করা হতে পারে নীতিশ কুমারের নাম।
এর আগে বিরোধী জোটের নাম INDIA করা নিয়ে নীতিশ কুমারের অসন্তোষের খবর সামনে এসেছিল। বিরোধী দলের নেতারা সবাই মিলে যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে ছিলেন না নীতিশ। ফলে তাঁর অসন্তোষের জল্পনা আরও জোরালো হয়েছিল। এর আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, বিরোধী দলগুলির মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে, সেটির মাথায় একজন কনভেনরও থাকবেন। বিভিন্ন ইস্যুতে সংঘবদ্ধ আন্দোলনের জন্য কমিটিও গঠন করা হবে। আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। যার আগে থেকেই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। জোটের নাম- INDIA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।
এর আগে এক এক বিজেপি-বিরোধী নেতার সঙ্গে আলাদা আলাদা আলোচনা হয়েছে। মমতার সঙ্গে দেখা করতে কলকাতা এসেছিলেন নীতিশ কুমার, সঙ্গী ছিলেন তেজস্বী যাদব। বিরোধী দলগুলিকে নিয়ে একসঙ্গে বৈঠকও প্রথম হয়েছিল পাটনায়। নীতিশ কুমারের আমন্ত্রণেই ভারতের নানা বিরোধী দলের নেতারা এক জায়গায় বসেছিলেন।
বাম থেকে তৃণমূল-আপ, কংগ্রেস থেকে আরজেডি-ডিএমকে, পিডিপি- সারা ভারতের একাধিক দল রয়েছে এই জোটে। ওই মঞ্চে হালকা মেজাজে দেখা গিয়েছে সকলকেই। রাহুল গাঁধীর সম্পর্কে প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মিটিংয়ের পরে আসন ভাগাভাগির প্রশ্নে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উত্তরও যথেষ্ঠ বলিষ্ঠ মনে হয়েছে। আসন ভাগাভাগি হয়ে যাবে, কোনও সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: ফের ভাঙড়ে গুলি! জখম পরাজিত TMC প্রার্থী, অভিযুক্ত ISF