নয়াদিল্লি: প্রথম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পরই কোউইন অ্যাপে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন্য নাম নথিভুক্ত হবে, ভ্যাকসিনের ডোজ-ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তের পর এবার এমনই নির্দেশিকা জারি করল কেন্দ্র। তবে পাশাপাশি সেখানে এটাও বলা হয়েছে, ইতিমধ্যেই কোউইনে নাম নথিভুক্ত হয়ে গেলে দ্বিতীয় ডোজের দিন বাতিল হবে না। সেক্ষেত্রে, পরামর্শ দেওয়া হবে ৮৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য। তবে সিদ্ধান্ত ছাড়া হবে গ্রহীতার ওপরই। নির্দেশিকায় বলা হয়েছে, গ্রহীতা রাজি না হলে দিতে হবে দ্বিতীয় ডোজ। এই মর্মেই এদিন রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।


এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়। যেখানে জানানো হয়েছে, কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক এনকে অরোরা গত ১৩ মে কেন্দ্রীয় সরকারের কাছে কোভিশিল্ডের দুই ডোজের মধ্যে ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধান রাখার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শকে মান্যতা দিয়েই কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানানো হচ্ছে যাতে ৩ থেকে ৪ মাসের ব্যবধানে কোভিশিল্ডের দুটি ডোজের বিষয়টি নিশ্চিত করে।


এই ব্যবস্থা সুষ্টু করার জন্য কোউইন অ্যাপেও রি-কনফিগার (পুর্নগঠন) করা হয়েছে। যার ফলে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ১২-১৬ সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজের স্লট মিলবে। তবে ইতিমধ্যেই অনেকে ৮৪ দিনের ব্যবধানের আগেই দ্বিতীয় ডোজের কোভিশিল্ড নেওয়ার জন্য নাম নথিভুক্ত করে ফেলেছেন। তাদের ক্ষেত্রকে আগের করে ফেলা রেজিস্ট্রেশন বাতিল হবে না। বৈধ হিসেবেই ধরা হবে যে রেজিস্ট্রেশন। যদিও তাদের কাছে পরামর্শ থাকবে যাতে তারা নির্দিষ্ট সময় ব্যবধান বজায় রাখার জন্য কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের দিন পরিবর্তন করে নেন।


অনেকেই হয়ে যাওয়া রেজিস্ট্রেশন বাতিল করার পথে নাও হাঁটতে পারেন, সেই ভাবনা থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে কেন্দ্রের বার্তা, গ্রহিতা যদি আগে থেকেই কোউইনে করে রাখা রেজিস্ট্রেশনের দিনেই তাঁর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে চান, তাঁর ইচ্ছাকেই সেক্ষেত্কে গুরুত্ব দিতে হবে। রেজিস্ট্রেশন করে রাখা ইচ্ছুকরা যাতে তাদের পছন্দের দিনেই দ্বিতীয় ডোজ পান, সেটা নিশ্চিত করতে হবে।