- দেশে সংখ্যালঘুদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য।
- সিএএ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। সিএএ-তে কোথাও আছে যে নাগরিকত্ব অধিকার ছিনিয়ে নেওয়া হবে ? কপিল সিব্বল বড় আইনজীবী। তিনি কি সিএএ-তে দেখেছেন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা? কপিল সিব্বলের দল বারবার বলছে সিএএ সংখ্যালঘুদের বিরুদ্ধে।
- এনপিআর নিয়ে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। এনপিআর নিয়ে কোনও নথি চাওয়া হবে না। এনপিআরে কোনও তথ্য না থাকলে দেবেন না, কেউ জোরাজুরি করবে না। কেউ এনপিআর নিয়ে ভয় পাবেন না।