চেন্নাই: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বুধবার পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭৩।। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৬ জন। বৃহস্পতিবা রসংসদে এই পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।এছাড়াও বহু মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইন করে। করোনাকে অতিমারী বা প্যানডেমিক ঘোষণা করেছে হু। এই পরিস্থিতিতে আতঙ্কে কাঁপছে সারা দেশ।
কিন্তু বহু মানুষকে কোয়ারেন্টাইন করে রাখার ক্ষেত্রে একটি বড় সমস্যায় পড়েছিল কেরলের পথনমথিট্টা জেলার এক গ্রাম পঞ্চায়েত। সেখানে ইতালি ফেরত কয়েকজনের শরীরে করোনা ধরা পড়ে। তাঁদের সংষ্পর্শে এসেছেন, এমন ৩৪টি পরিবারকে গত সপ্তাহেই গৃহবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু যাঁরা ঘরে আটকে, তাঁরা দৈনন্দিন খাদ্য আর প্রয়োজনীয় জিনিস জোগাড় করবেন কীভাবে, প্রশ্ন ওঠে। তাঁরা যে পথে বাজার যাবেন, সেখানেও সংক্রমণের সম্ভাবনা। তাই পঞ্চায়েতের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের বাড়ি থেকে বের হতে হবে না। পঞ্চায়েতের তরফেই তাদের বাড়িতে আটা, ময়দা, চাল, চিনি, সাবান, ইত্যাদি পৌঁছে দেওয়া হবে।
পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, যাঁরা এইসব জিনিস বাড়িতে পৌঁছে দিতে যাবেন, তাঁদেরও উপযুক্ত সুরক্ষা নিতে হবে।
জেলা মেডিক্যাল অফিসার ডা. শিজা জানিয়েছেন, কোয়ারেনটাইন পরিবারগুলি যদি রান্না করা খাবার চান, তাহলে কেরলে কুদিম্বশ্রী প্রকল্পের মাধ্যমে তাঁদের বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। কিন্তু কোনও মতেই তাঁদের যাতে বাড়ি থেকে বের হতে না হয়, সেদিকে কড়া নজর প্রশাসনের।