বীরভূম: গোটা রাজ্য যখন দোলের রঙে রঙিন, তখন রঙহীন শান্তিনিকেতন। করোনা-আতঙ্কে এবার দোলের দিন স্থগিত রাখা হয়েছে বসন্ত উৎসব।
প্রতি বছর দোলের দিন ভিড়ের চোটে শান্তিনিকেতনে পা রাখা যায় না। হাজির হন দেশ বিদেশের পর্যটকরা, হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে যোগ দেন রঙের উৎসবে। কিন্তু রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসা বসন্ত উৎসব এই প্রথম বন্ধ রয়েছে শান্তিনিকেতনে। তবে প্রতিবারের মত এবারও ভিড় জমিয়েছেন দেশ বিদেশের পর্যটকরা। যদিও আশ্রম চত্বরে ঢোকা বন্ধ। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রম সংলগ্ন রাস্তা। রঙের খেলায় মাততে তাঁরা চলেছেন খোয়াই-সোনাঝুরির দিকে।
করোনা আতঙ্ক, শান্তিনিকেতনে এই প্রথম বন্ধ রয়েছে বসন্ত উৎসব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2020 09:24 AM (IST)
ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রম সংলগ্ন রাস্তা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -