নয়াদিল্লি: ১ জানুয়ারি থেকে রুপে ডেবিট কার্ড, ইউপিআই বা ইউপিআই কিউআর কোড মারফৎ ডিজিটিল পেমেন্ট করলে গ্রাহককে আর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) দিতে হবে না। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ রাজস্ব দফতর।
১৯৬২ সালের আয়কর আইন সংশোধন করার ঘোষণা করেছে মন্ত্রক। সেখানে এমডিআর এড়াতে গ্রাহকদের রুপে ডেবিট কার্ড, ইউপিআই বা ইউপিআই কিউআর মাধ্যমে পেমেন্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কোনও সংস্থার বার্ষিক আয় ৫০ কোটি টাকার বেশি হলে, তাদের বাধ্যতামূলকভাবে গ্রাহকদের রুপে ডেবিট কার্ড, ইউপিআই বা ইউপিআই কিউআর কোড-এর সুবিধা দিতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই পরিষেবা বলবৎ না হলে, প্রতিদিন পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হবে ওই সংস্থাগুলির ওপর।
প্রসঙ্গত, গত শনিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধানদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্তের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত জুলাই মাসে কেন্দ্র ঘোষণা করেছিল, গ্রাহক ও ব্যবসায়ীদের ওপর এমডিআর ধার্য করা হবে না। ওই খরচের দায়িত্ব বহন করবে আরবিআই সহ বিভিন্ন ব্যাঙ্কগুলি।