কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালে আজ থেকে বন্ধ হয়ে গেল নো-করোনা সার্টিফিকেট দেওয়া। হাসপাতাল সূত্রে খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে এই সার্টিফিকেট দেওয়া বন্ধ করা হয়েছে।


নোভেল করোনা আতঙ্কের জেরে সংক্রমিত দেশ থেকে আসা বিদেশীদের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বিভিন্ন দেশ। এ রাজ্যের বাসিন্দারাও সেই সার্টিফিকেট জোগাড়ের আশায় এতদিন হন্যে হয়ে ঘুরছিলেন। এ নিয়ে ক্ষোভও ছড়াচ্ছিল। এর প্রেক্ষিতে ৯ তারিখ থেকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে নো-করোনা সার্টিফিকেট দেওয়া শুরু হয়। কিন্তু করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় এই সার্টিফিকেট দান বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র ও রাজ্য।

এদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আরও ২ জনের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস মেলেনি।