নয়া দিল্লি: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ এই মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে। বিচ্ছিন্নতাবাদের ঝড় বইছে সেখানে। সম্প্রতি বালুচিস্তানে সুরাব জেলা দখল করেছে বালুচ লিবারেশন আর্মির (বিএলএ), এমনটাই দাবি করা হয়েছে। 

তবে এই দাবি নিয়ে মোটেও খুশি নয় পাকিস্তানি সেনাবাহিনী। এবার তারা পাল্টা বালুচিস্তানদের হুঁশিয়ারি দিয়েছে। সোমবার, পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বালুচিস্তানকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে কোনও শক্তি এটিকে দেশ থেকে আলাদা করতে পারবে না। 

আইএসপিআরের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল বলেন, 'বালুচিস্তান পাকিস্তানের একটি অংশ এবং সর্বদা তাই থাকবে। কেউ একে আলাদা করতে পারবে না।' সোমবার সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের হিলাল টকস ২০২৫ অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ সময় তিনি বালুচিস্তানকে বিচ্ছিন্ন করার দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। তাঁর কথায়, বালুচিস্তান পাকিস্তানের অর্থনীতি ও সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত।

এর পাশাপাশি ভারতকেও হুঁশিয়ারি দিয়েছেন। আইএসপিআর প্রধান ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন। নয়াদিল্লির বিরুদ্ধে বালুচিস্তান লিবারেশন আর্মিকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করেন। তিনি বালুচিস্তানে সশস্ত্র আন্দোলনের জন্য ভারতকে দায়ী করেন। বালুচিস্তানকে অস্থিতিশীল করার অভিযোগ করেছেন ভারতের বিরুদ্ধে। 

তিনি বলেন, 'বালুচিস্তানে সন্ত্রাসবাদের পিছনে কোনও আদর্শ নেই - এটি সম্পূর্ণরূপে ভারত দ্বারা মদদপ্রাপ্ত।' তিনি বলেন যে পুরো অঞ্চলের অস্থিতিশীলতার জন্য ভারত একাই দায়ী। রবিবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরও বালুচিস্তানে সশস্ত্র আন্দোলনের জন্য ভারতকেই দায়ী করে। 

কোয়েটায় এক জিরগায় ভাষণ দিতে গিয়ে শাহবাজ শরিফ ভারতকে বালুচিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন ও অর্থায়নের জন্য অভিযুক্ত করেন।                                              

উল্লেখ্য, কিছু দিন আগে বালোচ লিবারেশন আর্মি দাবি করেছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুরাব শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগুন ও কালো ধোঁয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক থানা, প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দেয় বলে দাবি করেছে সংগঠনটি।