নয়াদিল্লি: Operation Sindoor নিয়ে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের পরমাণু কেন্দ্রে আঘাত হানা হয়েছে বলে ছড়িয়েছে অপতথ্য। সেই নিয়ে এবার বিবৃতি দিল পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলির উপর নজরদারি চালানো সংস্থা International Atomic Energy Agency (IAEA). তারা জানিয়েছে, পাকিস্তানের কোনও পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ বা তেজস্ক্রিয় পদার্থ বেরিয় আসার ঘটনা ঘটনি। (Pakistan Nuclear Facility)
IAEA-এর এক মুখপাত্রকে উদ্ধৃত করেছে সংবাদ সংস্থা পিটিআই। তিনি বলেন, "IAEA-র কাছে যে তথ্য় রয়েছে, তাতে পাকিস্তানের কোনও পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ বা তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে আসেনি।" IAEA-র মুখপাত্র ফ্রেডরিক ডাহল অন্যান্য সংবাদমাধ্যমেও একই কথা জানিয়েছেন। (International Atomic Energy Agency)
ভারতীয় সশস্ত্র বাহিনী আগেই এ নিয়ে ধন্দ দূর করে দিয়েছিল। কিরানা হিলসে পাক পরমাণু ঘাঁটিতে আঘাত হানা হয়েছে কি না, সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে এয়ার মার্শাল একে ভারতী, যিনি আকাশপথে অভিযানে নেতৃত্ব দেন, তিনি কটাক্ষের সুরে জানান, কিরানা হিলসে পাক পরমাণু ঘাঁটি আছে বলে জানতেনই না তাঁরা। তবে কিরানা হিলসে যাই থাকুক না কেন, ভারতীয় বাহিনী সেখানে কোনও আঘাত হানেনি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত পরিস্থিতি মাথাচাড়া দেয়, তা নিয়ে নড়েচড়ে বসেছিল আন্তর্জাতিক মহলও। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারত বেশ কিছু জঙ্গিঘাঁটি ধ্বংস করে এলে, পাকিস্তান ভারতের আকাশসীমায় ঢুকে হামলার চেষ্টা চালায়। তারও পাল্টা জবাব দেয় ভারত। সেই আবহে উত্তেজনার পারদ যখন চরমে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁদের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে পরমাণু যুদ্ধ এড়ানো গিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। সেই সময়ই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিক্র মিস্রী পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা খারিজ করে দেন।
ভারতের তরফে সরগোদায় পাকিস্তানকে নিশানা করা হয়েছিল। আর সেই খবর সামনে আসতেই কিরানা হিলস নিয়ে গুজব ছড়ায়। সেখানে মাটির নীচে পাকিস্তানের যে পরমাণু ঘাঁটি রয়েছে, সেখানে ভারত আঘাত হেনেছে বলে দাবি করা হয় একাধিক সূত্র থেকে। কিন্তু তার সাপেক্ষে কোনও প্রমাণই কেউ তুলে ধরতে পারেনি। এবার আন্তর্জাতিক সংগঠনই বিষয়টি নিয়ে ব্যাখ্য়া দিল।
তবে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে আঘাত না হানলেও, পাকিস্তানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পাকিস্তান যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, তাতে তাদের হাতে পরমাণু অস্ত্র আদৌ সুরক্ষিত কি না প্রশ্ন তুলেছেন তিনি। রাজনাথের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।