নয়াদিল্লি: জরুরি ভিত্তিতে শুনানি নয় সুপ্রিম কোর্টে, 'অস্বস্তি' বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal Plea On Supreme Court)। সূত্রের খবর আগামীকাল, শুক্রবার, তাঁর আবেদন শোনা হতে পারে। আগাম রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই আবেদন খারিজ হতেই এদিন কেজরিওয়ালের বাড়ি পৌঁছে যায় ইডি। আপ আশঙ্কা করেছিল, আজ গ্রেফতার হতে পারেন 'আম আদমি পার্টি' প্রধান। হলও তাই। লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীর এই গ্রেফতারির পর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। বিজেপি সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব তারা। 


দিকে দিকে প্রতিক্রিয়া...
আপ নেত্রী অতিশী মারলেনা যেমন সাংবাদিকদের জানিয়ে দেন, গ্রেফতারির পরও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালই থাকবেন। যদিও সেটা কী ভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অতিশী পোস্ট করেন, 'জরুরি ভিত্তিতে শুনানির ব্যবস্থা করতে আমাদের লিগাল টিম সুুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়ির দিকে রওনা দিয়েছে।'  এদিন 'আপ' প্রধানের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিক্ষোভ দেখান দলীয় সদস্য-সমর্থকরা। পরে বিরোধী রাজনৈতিক শিবির থেকে একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন, 'দিল্লির মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করা সম্পূর্ণ অসাংবিধানিক। রাজনীতিকে এতটা নীচে নামিয়ে নিয়ে আসাটা প্রধানমন্ত্রীর পক্ষে শোভা পায় না। দেশের সবথেকে বড় বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডি-সিবিআই-আয়কর লাগিয়ে বিরোধী দলের নেতাদের ওপর ক্রমাগত চাপ। এর আগে একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন। এখন আরও একজন মুখ্যমন্ত্রীকে জেলে ভরার রাস্তা তৈরি করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে এরকম নির্লজ্জ দৃশ্য প্রথমবার দেখা গেল।' এতেই শেষ নয়। একের পর এক পোস্ট আসতে থাকে এক্স হ্যান্ডেলে। পোস্ট করেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন, সপা-র অখিলেশ যাদব, কংগ্রেসের ভূপেশ বাঘেল। 









প্রতিক্রিয়া  আরও..
তীব্র প্রতিক্রিয়া দেন ছত্তিসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। 






সব মিলিয়ে তুমুল আলোড়ন। লোকসভা ভোটের মুখে এই ভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে সমালোচনার ঢেউ নানা দিকে।


 


আরও পড়ুন:লোকসভা ভোটের মুখে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী, আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়াল