'স্বপ্নভঙ্গ' হয়েছে। কিন্তু, নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই প্রশংসা করলেন নোবেল শান্তি পুরস্কার-জয়ী ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার "দুঃখী মানুষের" পাশে দাঁড়ানোর "সিদ্ধান্তমূলক কারণ"-কে সমর্থন করার জন্য ট্রাম্পকে পুরস্কার উৎসর্গ করেন তিনি।
নোবেল কমিটি ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের পক্ষে তাঁর অটল প্রতিশ্রুতির জন্য মাচাদোকে স্বীকৃতি দিয়েছে। গত বছরের নির্বাচনের পরই হুমকির সম্মুখীন হওয়া এবং আত্মগোপনে থাকা সত্ত্বেও, ভেনেজুয়েলার বিরোধী দলের মাচাদো একজন ঐক্যবদ্ধকারী ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছেন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ব্যাপকভাবে কারচুপি করেছেন বলে অভিযোগ। ভেনেজুয়েলার এহেন 'আয়রন লেডি'কে তাঁর লড়াইয়ের স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে নোবেল কমিটি। নোবেল কমিটি ঘোষণায় জানিয়েছে, গণতন্ত্রের জন্য মারিয়ার অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের কাছে অনুপ্রেরণা। ২০ বছরেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন মারিয়া। নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা হতেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মারিয়া। তিনি লেখেন, 'ভেনেজুয়েলার সকল মানুষের সংগ্রামের এই স্বীকৃতি স্বাধীনতা অর্জনে আমাদের লক্ষ্যের পথে একটি উৎসাহ। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এবং আজ, আগের চেয়েও বেশি, আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর নির্ভর করি। আমি এই পুরস্কার ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ এবং আমাদের লক্ষ্যে দৃঢ় সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।'
এদিকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর বিবৃতি জারি করে ওভাল অফিস। তাদের বক্তব্য, মাচাদোকে এই পুরস্কার প্রদানের মাধ্যমে নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।
এক্স হ্যান্ডেলে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিয়াং লেখেন, "প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানো অব্যাহত রাখবেন। তাঁর মধ্যে একজন মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তাঁর মতো আর কেউ থাকবে না যে তাঁর ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারবেন।"