নয়াদিল্লি : দেশের বাজারে প্রায় রোজই আসছে নিত্য নতুন স্মার্টফোন। কোনও স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত। আদতে স্মার্টফোনেই ছবি তুলছেন। কিন্তু ছবি দেখলে মনে হচ্ছে যেন কোনও পেশাদার ক্যামেরায় ছবি তোলা হয়েছে। এখন অনেক স্মার্টফোনেই এমন অত্যাধুনিক মানের ক্যামেরা ব্যবহার করছে সংস্থাগুলি। আবার কোনও স্মার্টফোনে স্টোরেজের পরিমাণ এত বেশি যে আপনার মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারই দরকার পড়ছে না। আবার কোনও ফোনের ব্যাটারি ব্যাকআপ এতটাই শক্তিশালী যে একবার চার্জ দিলে তিন দিন পর্যন্ত চার্জ থাকছে। অর্থাৎ, প্রতিটি স্মার্টফোনেই কোনও না কোনও বিশেষ গুণ রয়েছে। আর স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি যদি তাদের তৈরি স্মার্টফোনে কোনও বিশেষ কিছু না দেয়, তাহলে আর কেনই বা ব্যবহারকারীরা আকৃষ্ট হবেন? সে কথা মাথায় রেখেই এবার নোকিয়া নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোনে এমন এক ফিচার বা সুবিধা, যা এর আগে আপনি অন্য কোনও ফোনে পাননি।


সম্প্রতি নোকিয়া মোবাইল ইন্ডিয়ার টুইটার পেজ থেকে একটি স্মার্টফোনের ছবি শেয়ার করা হয়েছে। যে স্মার্টফোন আগামী ২৭ জুলাই লঞ্চ হতে চলেছে। এখানেই শেষ নয়। যে স্মার্টফোনের ছবি শেয়ার করেছে নোকিয়া, তাতে স্পষ্ট করে ওই স্মার্টফোনের বিশেষত্বও দেওয়া রয়েছে। কী সেই বিশেষত্ব, যার জন্য মানুষ অন্য সমস্ত স্মার্টফোন বাদ দিয়ে নোকিয়ার ওই স্মার্টফোনই কিনবেন? সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, নতুন যে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নোকিয়া, সেই স্মার্টফোনে আলাদা করে কোনও কেসিং ব্যবহার করার দরকার পড়বে না। 


কী, শুনেই অবাক হচ্ছেন তো? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই কোনও ফোন কেনার পরই আগে কেসিং ব্যবহার করেন। যাতে ফোনের বডি পার্টে কোনও আঘাত লাগলেও ফোনটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু নোকিয়া দাবি করছে, তারা যে স্মার্টফোনটি লঞ্চ করছে, তার বডি পার্ট এমন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, যে কেসিংয়ের কোনও প্রয়োজনই পড়বে না। যদিও নতুন এই স্মার্টফোন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি নোকিয়া।