কলকাতা: ভয়াবহ দুর্যোগের ছবি কেদারনাথ-হিমাচলপ্রদেশে। বুধবার রাত থেকে হিমাচলপ্রদেশের মান্ডিতে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি (Cloud Burst Rain)। মেঘভাঙা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছে দেবভূমি। বুধবার রাত থেকে অবিরাম বৃষ্টি কেদারনাথ, সোনপ্রয়াগ, গৌরীকুন্ডে।


মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: প্রবল জলের তোড়ে ভাসছে গ্রামের পর গ্রাম। ঘুমের মধ্যেই তলিয়ে যান অনেকে। গাছ উপড়ে বন্ধ রাস্তা। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কুলুতে ভেসে গিয়েছে মালানা বাঁধ। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। সিমলার রামপুরে হাইড্রো প্রকল্পের কাছেই মেঘ ফেটে যায়। সেখানে অন্তত ১৯ জনের খোঁজ নেই। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, "রাতে মেঘ ভেঙেছে। ভোর ৪.৪০ হবে তখন। একই জায়গায় তিন থেকে পাঁচবার মেঘ ভেঙেছে। আগামী ৩৬ ঘণ্টায় অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। সকলেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন। SDRF, NDRF টিম পৌঁছে গেছে। সকলের সঙ্গে কথা হয়েছে।'' 


রাস্তা যেন খরস্রোতা নদী। মন্দাকিনীর স্রোত দুপার ছাপিয়ে ভাসিয়ে নিয়ে গেছে একের পর এক অস্থায়ী সেতু। কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে দোকান। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। কেদারনাথ দর্শন করতে গিয়ে আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী। লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ। ইতিমধ্যেই হোটেল থেকে পর্যটকদের সরানো হয়েছে। পুলিশের তরফ থেকে সতর্ক করা হচ্ছে নদীপারের বাসিন্দাদের। উত্তরাখণ্ডের তেহরিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি।  রুদ্রপ্রয়াগেও কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। 


এদিকে ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধসের জেরে মৃত্যুমিছিল। আহতের সংখ্যা কমপক্ষে ২০০। ধসের জেরে আস্ত রাস্তা গায়েব, তার জায়গায় বইছে নদী।  ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজ চালানোই আপাতত সেনাবাহিনী, বায়ুসেনা, NDRF-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ। চিকিৎসার জন্য কলেজ ও চার্চগুলিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এজিন ওয়েনাডের যান রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। অমিত শাহ-কে চিঠি লিখে ওয়েনাডের ধসকে ভয়ঙ্কর বিপর্যয় চিহ্নিত করে ঘোষণার দাবি জানান কংগ্রেস সাংসদ শশী তারুর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ