গুয়াহাটি : NCERT-র বইতে উত্তরপূর্বের ইতিহাস ও সংস্কৃতির অধ্যায় অন্তর্ভুক্ত করার দাবিতে ট্যুইটারে শুরু হল আন্দোলন। নিজেদের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন উত্তরপূর্বের জনপ্রিয় ব্যক্তিত্বরা। #NortheastMatters ও #AchapterforNE ঘিরে আছড়ে পড়ল অধিকার আদায়ের ঢেউ।
দেশের অঙ্গ হলেও তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়। ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও এখনও 'অবহেলার পাত্র' তারা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে উত্তরপূর্বের রাজ্যগুলি। এবার নতুন করে সেই আন্দোলন দানা বাঁধল সোশ্যাল মিডিয়ায়। #NortheastMatters ও #AchapterforNE নামে প্রচারে নেমেছে উত্তরপূর্ববাসী। তাঁদের দাবি, 'ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং' (NCERT)-র বইতে অন্তর্ভুক্ত করা হোক উত্তরপূর্বের অধ্যায়। যেখানে উত্তরপূর্বের ইতিহাস , সংস্কৃতি, ভৌগলিক সীমারেখা সম্পর্কে জানতে পারবে দেশবাসী।
মাইক্রোব্লগিং সাইটে এই নিয়ে সরব হয়েছেন অসমের সোনার মেয়ে হিমা দাস। ২০১৮ সালে এশিয়ান গেমসে ভারতকে সোনার পদক এনে দিয়েছিলেন তিনি। ট্যুইটারে হিমা লিখেছেন, ''একজন গর্বিত ভারতীয় হিসাবে দেশের সব রং ও গৌরব পাঠ্যবইতে দেখতে চাই আমি। সেকারণে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তাঁরা যেন NCERT-র বইতে উত্তরপূর্বের অধ্যায় যোগ করেন।''
এই নিয়ে ট্যুইট করেছে 'ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া'(NSUI)নাগাল্যান্ড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা বলেছে, ''আমাদের অতীত ও সংস্কৃতিকে শ্বাস নিতে দেওয়া হোক। আমরা শিক্ষার পাঠ্যবইতে জায়গা চাই। আমরা NCERT-তে জায়গা চাই।'' উত্তরপূর্বের সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন গৌহাটি ইউনিভার্সিটি অফ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পার্শ্ব পটগিরি। তিনি জানান, সম্প্রতি অরুণাচলপ্রদেশের বিধায়ক নিনং এরিং সম্পর্কে বৈষম্যমূলক বক্তব্য রাখেন পঞ্জাবের এক ইউটিউবার। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। যার ফলস্বরূপ এই আন্দোলন।
উত্তরপূর্বের ছাত্র ফেডারেশনগুলির দাবি, NCERT-র প্রাথমিক শিক্ষার বই থেকেই উত্তরপূর্বের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে দেশের সব জায়গা সম্পর্কে সঠিক ধারণা পাবে পড়ুয়ারা। যা পরবর্তীকালে তাদের মনে একত্রিত ভারতবর্ষের চিত্র তুলে ধরবে।