সঞ্চয়ন মিত্র, কলকাতা: করোনা আবহে দিন বদল হল ডোভার লেন সঙ্গীত সম্মেলনের। শনিবার থেকে নজরুল মঞ্চে শুরু হবে উচ্চাঙ্গ সঙ্গীতের সম্মেলন। কোভিডের জন্য সারারাত ব্যাপী চলবে না অনুষ্ঠান। ১৬ তারিখ শেষ হবে সঙ্গীত সম্মেলন। এবার সঙ্গীত সম্মান পাবেন পণ্ডিত অজয় চক্রবর্তী।


কোভিড পরিস্থিতিতে বদলে গেল কলকাতার রাগ সঙ্গীতের মহোৎসব। প্রতি বছর ২২ জানুয়ারি শুরু হয় দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স৷ চলে ২৫ জানুয়ারি পর্যন্ত। কিন্তু এবার ৬৯ তম বর্ষে এসে কোভিড পরিস্থিতির জন্য দিন বদল হল উচ্চাঙ্গ সঙ্গীতের সম্মেলনের। এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ডোভার লেন মিউজিক কনফারেন্স। পাশাপাশি, এবার সারা রাত ধরে চলবে না অনুষ্ঠান। দুপুরে শুরু হবে সঙ্গীত সম্মেলন। চলবে রাত পর্যন্ত। এবারের সঙ্গীত সম্মেলনে থাকছেন রাশিদ খান, অজয় চক্রবর্তী, আমান আলি বাঙ্গাস, সতীশ ব্যাস ও ওমকার দাদারকার-সহ বিশিষ্ট শিল্পীরা।


এবারের সম্মেলনে সঙ্গীত সম্মান দেওয়া হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তীকে। নজরুল মঞ্চে বসবে এই সঙ্গীত সম্মেলনের আসর। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।