নয়ডা: আয়কর দিচ্ছেন না। সঙ্গে রয়েছে হিসাব বহির্ভূত আয়। আর ছাড় নয়। এবার থেকে এরকম ঘটনা সামনে এলে সরাসরি আয়কর দফতরের ফোন চলে আসবে। সমস্ত নাগরিকদের আয় সংক্রান্ত এক বিরাট তথ্যভাণ্ডার তৈরি করেছে আয়কর দফতর।

আয়কর দফতরের প্রিন্সিপাল চিফ কমিশনার পিকে গুপ্তা বলেছেন, ‘আজ হোক বা কাল, আপনাদের প্রত্যেক বিনিয়োগের ব্যাখ্যা চেয়ে ডাকা হবে।’ উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড অঞ্চলের আয়কর দফতরের দায়িত্বপ্রাপ্ত গুপ্তা সোমবার টিডিএস ও টিসিএস নিয়ে সচেতনতা তৈরির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বন্ধুত্ব আর পেশাদারিত্বের মধ্যে সূক্ষ তফাৎ সেটা আয়কর বিশেষজ্ঞদের বোঝা উচিত। এমন কিছু করবেন না যাতে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়। আমাদের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে কথা বলবেন।’

তবে নিরীহ, নির্দোষ কাউকে সমস্যায় পড়তে হবে না বলে জানিয়েছেন গুপ্তা। পাশাপাশি তিনি বলেছেন, ‘তবে নাগরিকদের বলব তথ্য গোপন বা বিকৃত করবেন না।’