পেনশনভোগীদের প্রাপ্য থেকে ৩০ শতাংশ করে কেটে নেবে সরকার! বিজ্ঞপ্তি দিয়ে জল্পনা ওড়াল সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2020 09:57 AM (IST)
করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন অনেকেই। এর মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর অনেককেই আতঙ্কের মধ্যে ঠেলে দেয়।
নয়াদিল্লি: করোনা আবহে দেশজুড়ে ছড়াচ্ছে নানারকম গুজব। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন অনেকেই। এর মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর অনেককেই আতঙ্কের মধ্যে ঠেলে দেয়। সেই খবর অনুসারে, করোনা পরিস্থিতিতে পেনশনভোগীদের প্রাপ্য টাকা থেকেও ৩০ শতাংশ করে কেটে নেবে সরকার। আর ৮০ বেশ বয়স্কদের মিলবেই না পেনশন। সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভুল। গুজব। সরকার কখনই এমন কিছু করবে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই কথা টুইট করে জানানো হয়েছে। এতে স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তি পাবেন পেনশনভোগীরা।