নয়াদিল্লি: অর্থনীতির চাকার গতি শ্লথ হয়ে পড়েছে বলে অভিযোগ বিরোধী শিবির সহ নানা মহলের। কিন্তু অর্থনীতি ঝিমিয়ে পড়াকে তেমন উদ্বেগজনক মনে করছেন না প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির অভিমত, ‘কিছু ঘটনা’ ঘটছে, যার প্রভাব পড়ে থাকতে পারে। প্রাক্তন ইউপিএ আমলের অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে মূলধন বা পুঁজি ঢালায় কোনও অন্যায় নেই বলেও অভিমত জানিয়েছেন। আইএসআইয়ে অনুষ্ঠিত এক সভায় প্রণববাবু তাঁর ভাষণে বলেছেন, দেশে জিডিপি বৃদ্ধির হার, গতি ঝিমিয়ে পড়ায় আমি উদ্বিগ্ন নই। কিছু ব্যাপার ঘটে চলেছে, তার প্রভাব পড়বেই।
২০০৮ সালে দুনিয়াজোড়া আর্থিক সঙ্কটের মুখে ভারতীয় ব্যাঙ্কগুলি তার প্রভাব সামাল দেওয়ার শক্তি দেখিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। প্রাক্তন কংগ্রেস নেতাটি বলেন, সেসময় আমি অর্থমন্ত্রী ছিলাম। একটিও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক আমার কাছে টাকা চাইতে আসেনি। কিন্তু এখন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিতে বিরাট পরিমাণে পুঁজি ঢালতে হচ্ছে এবং তাতে কোনও অন্যায় নেই।
সমস্যা মোকাবিলায় আলোচনা জরুরি, অনিবার্য বলেও অভিমত জানান তিনি। গণতন্ত্রে তথ্যের সুরক্ষা সমান জরুরি বলেও মনে করেন প্রণববাবু। তিনি বলেন, তথ্যের পবিত্রতা, সুরক্ষা অবশ্যই বজায় রাখা উচিত, নয়তো তার মারাত্মক খারাপ পরিণতি হয়।
প্রণববাবু আরও জানান, দেশের আর্থিক উন্নয়নে সাবেক যোজনা কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বলেন, আমি খুশি যে, নীতি আয়োগও এই লক্ষ্যে কিছু কিছু কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে।