এদিন শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের চাপে ফেলে দেন রোহিত ও রাহুল। ওপেনিং জুটিতে যোগ হয় ১৩৫ রান। তিন নম্বরে নেমে ব্যর্থ ঋষভ পন্থ (০)। তবে এরপর রাহুলকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন বিরাট। তিনি মাত্র ২৯ বলে চারটি বাউন্ডারি ও সাতটি ছক্কার সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন।
বিশাল টার্গেট তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা প্রায় ছিল না। সেটা হয়ওনি। অধিনায়ক কাইরন পোলার্ড (৬৮) ও শিমরন হেটমায়ার (৪১) ছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই লড়াই করতে পারেননি। ভারতীয় দলের হয়ে দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন।