আলিগড়(উত্তরপ্রদেশ): ইতিহাসবিদ ইরফান হাবিবকে নোটিস দিলেন আলিগড় সিভিল কোর্টের এক আইনজীবী। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার হাবিব তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে ব্যঙ্গোক্তি করেছেন বলে অভিযোগ ওঠায় এই নোটিস।
হাবিবকে পাঠানো নোটিসে সন্দীপ কুমার গুপ্তা নামে ওই আইনজীবী বলেছেন, ইতিহাসবিদের ভাষণ ভারতের বৈচিত্র্য, ঐক্য-সংহতির বিরোধী, তা দেশের সার্বভৌমত্বকেও চ্যালেঞ্জ করেছে।
হাবিবের ভাষণের উল্লেখ করে গুপ্তা নোটিসে বলেছেন, আপনি অমিত শাহকে বলেছেন, নাম থেকে শাহ শব্দটা ফেলে দিতে, কেননা এটা পারসিক শব্দ। আপনি বলেছেন, আরএসএস তৈরি হয়েছে মুসলিমদের ওপর হামলা চালাতে। জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রনয়ণ করা সত্ত্বেও হিন্দুত্বের তাত্ত্বিক প্রবক্তা বীর সাভারকরকে আপনি দেশবিভাজনের দায়ে অভিযুক্ত করেছেন, সরকারের স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে গাঁধীজির চশমার ছবি ব্যবহার নিয়ে ঠাট্টা-তামাসা করেছেন।
বিভিন্ন সংবাদপত্রে বেরনো রিপোর্টেই হাবিবের ‘বিষাক্ত কথাবার্তা’ তাঁর নজরে এসেছে বলে নোটিসে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিসে তিনি বলেছেন, সাতদিনের মধ্যে হাবিব জবাব দিন। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষমা চান, নইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত সপ্তাহে খাতায় কলমে কার্যকর হওয়া নয়া নাগরিকত্ব আইন ঘিরে বিতর্কের মধ্যেই বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে হাবিবের বিরুদ্ধে।