নয়াদিল্লি: দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের প্রকোপ। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কারুর সংক্রমণ হয়েছে কিনা, তা জানা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে একটি মার্কিন ল্যাব সংক্রমণ পরীক্ষার জন্য বিশেষ এক কিট নিয়ে এল। এই কিটের সাহায্য জানা যাবে, কোনও ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছে কিনা। আমেরিকার অ্যাবোট ল্যাবরেটরিজ এক বিবৃতিতে জানিয়ছে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগস অ্যায়োসিয়েশন দ্রুত এই টেস্ট কিটকে করোনাভাইরাস আক্রান্ত সন্দিগ্ধদের পরীক্ষার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে। আরও উল্লেখযোগ্য যে, এই কিট খুবই ছোট ও হাল্কা, যা অন্য কোনও জায়গায় সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। তা যে কোনও হেল্থ কেয়ার সেটিংয়ে ব্যবহার করা যেতে পারে।
কোম্পানির পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মলিকিউলার টেকনোলজিভিত্তিক এই পরীক্ষায় কেউ যদি করোনা নেগেটিভ হয়, তা মাত্র ১৩ মিনিটে জানা যাবে। আর কেউ করোনা পজিটিভ হলে, তা মাত্র পাঁচ মিনিটেই জানা যাবে।
কোম্পানির প্রেসিডেন্ট রবার্ট ফোর্ড বলেছেন, দ্রুত রিপোর্ট দিতে সক্ষম এই কিট করোনাভাইরাস বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।
মেডিক্যাল সরঞ্জাম নির্মাতা কোম্পানি আগামী ১ এপ্রিল থেকে দৈনিক ৫০ হাজার টেস্টের যোগান দেওয়ার পরিকল্পনা করছে। অ্যাবোট ডায়গোনাস্টিকসের রিসার্ড ও ডেভেলাপমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট জন ফ্রেলস এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, চিন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর নয়া ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা। ভাইরাস সংক্রমণ পরীক্ষার কিট যোগানের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে আমেরিকাকে। এই পরিস্থিতি ভাইরাস মোকাবিলায় এই কিট সহায়ক হয়ে উঠতে পারে।
করোনা পজিটিভ? মাত্র পাঁচ মিনিটে বলবে এই মার্কিন কিট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2020 05:43 PM (IST)
দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের প্রকোপ। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কারুর সংক্রমণ হয়েছে কিনা, তা জানা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে একটি মার্কিন ল্যাব সংক্রমণ পরীক্ষার জন্য বিশেষ এক কিট নিয়ে এল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -