নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় ১০ লক্ষ টাকা সাহায্য করলেন টেস্টে ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি আজ নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। ট্যুইটে এই ডানহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘আমি যৎসামান্য অবদান রাখলাম। এটি মহাসাগরে একটি বিন্দুর মতোই সামান্য। এই কঠিন সময়ে আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। আপনারা নিরাপদে বাড়িতে থাকুন।’

ক্রীড়াবিদ, অভিনেতা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের তারকারা করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পাশে দাঁড়াচ্ছেন। সুরেশ রায়না ৫২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনিরাও অর্থসাহায্য করেছেন। বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল বিধায়ক হিসেবে পাওয়া তিনমাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার রাহানেও সাহায্যে এগিয়ে এলেন।