নয়াদিল্লি: ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি বসানোর দাবিতে অনলাইনে সইসাবুদ সংগ্রহের উদ্যোগ নিজেকে সমাজকর্মী বলে দাবি করা দেবদত্ত মাজি নামে এক ব্যক্তির। নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে মূর্তি বসানোর দাবিতে অনলাইন পিটিশনটি একটি ওয়েবসাইটে আপলোড করেছেন তিনি। ট্যুইটারে পিটিশনটি ভাইরাল হয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল জি ডি বক্সির মতো বেশ কয়েকজন প্রবীণ প্রাক্তন সেনা অফিসার এই উদ্যোগ সমর্থন করেছেন। এখনও পর্যন্ত ২৩০০-র বেশি সই জমা পড়েছে পিটিশনে।
২০২১ এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রাণের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নেতাজির মূর্তি বসানোর দাবি উঠেছে। পিটিশনার বলেছেন, আমি, সমাজকর্মী দেবদত্ত মাজি সবসময় নেতাজিকে অনুপ্রেরণা হিসাবে দেখি। নেতাজিকে নিয়ে আমার প্রয়াস সমর্থন করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জি ডি বক্সি, শ্রী পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠজি ও কর্নেল আর এস এন সিংজি। ওঁদের কাছ থেকেও বিরাট অনুপ্রেরণা পাই। ২০২১ এর ২৩ জানুয়ারি ভারতের প্রকৃত নায়ক নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী। আমরা স্বাধীনতা অর্জন করেছি ইম্ফল-কোহিমার লড়াইয়ে নেতাজির নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ৫৩ হাজার বলিদানের ফলে। আগ্রাসনকারীদের সমূলে উচ্ছেদ করতে আমাদের পূর্বসূরীরা একজোট হয়ে যে লড়াই করেছিলেন, এই মূর্তি আগামী প্রজন্মকে সেটাই বলবে। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আবেদন করছি, ইন্ডিয়া গেটে খোলা আকাশের নীচে ওয়ার মেমোরিয়ালের মুখোমুখি নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মূর্তি বসান। এটা হবে সব ভারতবাসীর তরফে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য। অনুগ্রহ করে পিটিশনে সই করে এই আবেদনকে জাতীয় আন্দোলনে পরিণত করুন, কারণ নেতাজি বাদে আর কারও এই সম্মান প্রাপ্য হতে পারে না।