নয়াদিল্লি: নববর্ষে পা দিতে না দিতেই এল মর্মান্তিক খবর। ওড়িশায় ফ্লাইওভার থেকে কলকাতাগামী বাস ছিটকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ( Odisha  Bus Accident)। ইতিমধ্যেই ওই বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। আহত ৪০ জন।ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha CM Naveen Patnaik On Bus accident) । 






ধরমশালা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ তপন কুমার বণিক বলেন, দুর্ঘটনায় ৪ জন পুরুষ এবং ১ জন মহিলার মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন।এদের মধ্যে ৩০ জনকে কটক এসসিবি মেডিক্যাল কলেজে (Cuttack SCB Medical College) নিয়ে যাওয়া হয়েছে।' পিটিআই সূত্রে খবর, বাসটি পুরী থেকে কলকাতা দিকে যাত্রা করছিল। রাত ৯ এর আশেপাশে ,১৬ জাতীয় সড়কের উপর ফ্লাইওভারে, ওই দুর্ঘটনাটি ঘটে। 


আরও পড়ুন, তামিলনাড়ুর গ্রামগুলির নামেও রয়েছেন প্রভু রাম : প্রধানমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে..