ওড়িশার নপাড়া জেলার খড়িয়ার ব্লকের কাছে বারাগন গ্রামে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। বৃদ্ধার নাম লাভে বাঘেল। তাঁর মেয়ে গুঞ্জা দেইয়ের মায়ের অ্যাকাউন্ট থেকে দেড়হাজার টাকা তুলতে যান। কিন্তু সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মী তাঁর হাতে টাকা দিতে চাননি, বলেন, যাঁর নামে অ্যাকাউন্ট তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে। বাধ্য হয়ে মায়ের খাটিয়ে ধরে টেনে টেনে ব্যাঙ্কে নিয়ে যান গুঞ্জা।
মা-মেয়ের শারীরিক অবস্থা দেখে ওই ব্যাঙ্ক কর্মী অবশ্য দেরি করেননি, তখনই টাকাটা ছেড়ে দেন তিনি। মায়ের খাটিয়া ধরে বৃদ্ধ মেয়ের টেনে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিএমসি কমিশনার প্রেমচাঁদ চৌধুরী সব সরকারি, বেসরকারি ব্যাঙ্ককে চিঠি লিখে বলেছেন, তারা যেন বয়স্ক নাগরিকদের বাড়ি বাড়ি ঘুরে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে।