ওড়িশা : মহার্ঘ ভাতা ঘিরে বঙ্গে সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলন জারি রয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালেও 'ন্যায্য পাওনা' নিয়ে তাঁরা লড়াই চালাচ্ছেন। এর মাঝেই পড়শি রাজ্যের সরকারি কর্মী-পেনশনারদের জন্য সুখবর। আরও ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করল ওড়িশা সরকার।


নবীন পট্টনায়েকের সরকারের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে ওড়িশার সরকারি কর্মচারী- পেনশনভোগীদের। যা কার্যকর হবে গত ২৩ জানুয়ারি থেকে। মাঝে যে বর্ধিত অঙ্ক তাদের পাওনা, সেটা আগামী জুলাই মাসের শুরুতেই জুন মাসের বেতন-পেনশনের সঙ্গে ঢুকবহে তাঁদের অ্যাকাউন্টে।


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুখবর শোনা গিয়েছে কিছুদিন আগেই। আগামী মাস জুলাইতেই মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। মিডিয়া রিপোর্ট বলছে, ক্রমবর্ধমান দামের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষতিপূরণ দিতে DA বৃদ্ধি ৩-৪ শতাংশ হারে হতে পারে।


সাধারণত মূল্যবৃদ্ধির হার অনুসারে বছরে দুবার ডিএ বাড়ানো হয় - জানুয়ারি ও জুলাইতে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বশেষ ডিএ বৃদ্ধি ঘোষণা হয়েছিল 2023 সালের মার্চ মাসে, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর হয়েছিল৷ সেই বৃদ্ধি অনুসারে, ডিএ 4 শতাংশ বাড়িয়ে 42 শতাংশ করা হয়েছিল৷ সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকার ডিএ 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, যার পরে ডিএ 46 শতাংশে বাড়বে।


মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ভাতা (DR) পেনশনভোগীদের জন্য। সরকারি তথ্য অনুসারে, 47.58 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 69.76 লক্ষ পেনশনভোগী রয়েছেন। আসন্ন ডিএ বৃদ্ধির পরে, এই কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।কর্মচারীদের মূল বেতনের উপর ভিত্তি করে কর্মচারীদের ডিএ দেওয়া হয়, আর ডিআর একটি মৌলিক পেনশনের ভিত্তিতে দেওয়া হয়। রাজ্য সরকারগুলি পৃথকভাবে তাদের কর্মীদের জন্য বৃদ্ধির ঘোষণা করে। সম্প্রতি ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ তাদের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে।


উল্লেখ্য, রাজ্য সরকারের নতুন ডিএ ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক নেমেছিল ৩২ শতাংশে। কিন্তু কেন্দ্র ফের ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করার জেরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফারাক ফের বেড়ে দাঁড়াতে চলেছে ৩৬ শতাংশে। 


আরও পড়ুন- এবছরের মধ্যেই ১০ লাখের চাকরি? রোজগার মেলায় ৭০ হাজার নিয়োগপত্র বিলোলেন মোদি