ভুবনেশ্বর: ফের খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আগামী ১৬ অগাস্ট সোমবার থেকে ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে মন্দিরের। তবে যে কেউ এলেই ঢুকতে পারবে না মন্দিরে।


বুধবার রাজ্যে লকডাউনের নতুন গাইডলাইন ঘোষণা করে ওড়িশা সরকার। যেখানে বলা হয়, স্থানীয়দের জন্য সোমবার থেকে মন্দির খুলে দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে শনি ও রবিবার লকডাউন থাকায় বন্ধ থাকবে মন্দির। যদিও ২৩ অগাস্ট থেকে সব ভক্তের জন্য মন্দিরে প্রবেশের অধিকার থাকবে।


মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, RT-PCR test বা কোভিড ভ্যাকসিনের শংসাপত্র না থাকলে ঢোকা যাবে না মন্দিরে। রাজ্যের কোভিড বুলেটিন বলছে, বুধবার ওড়িশায় কোভিড ট্যালি ছিল ১৩১৫ জন। সব মিলিয়ে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮২,১৮১জন। নতুন করে সংক্রমণে মারা গিয়েছেন ৬৬জন। যার ফলে ওড়িশায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৬১৬৮ জন।


স্বাস্থ্য দফতরের তরফ বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে কোয়ারেন্টিন সেন্টার থেকে ৭৬২জনের করোনা ধরা পড়েছে। কনট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও ৫৫৩ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। একদিনে রাজ্যে কোভিড পজিটিভিটি রেট ছিল ২.০১ শতাংশ।


অগাস্টের জন্য ওড়িশা সরকারের নতুন গাইডলাইন


১ শনি, রবিবারের লকডাউন তুলে দেওয়া হয়েছে রাজ্য থেকে। তবে ভুবনেশ্বর, পুরী ও কটকে জারি থাকবে এই বিধিনিষেধ।
২ ৫০ শতাংশ আসন নিয়ে খুলতে পারবে বার, রেস্তোরাঁ ও ধাবা।
৩ এবার থেকে ওড়িশায় পার্ক ও সি-বিচ খোলার অনুমতি দেওয়া হয়েছে।
৪ ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে।
৫ দোকান ও শপিংমল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কড়া কোভিড বিধি মানতে হবে এই ব্যবসায়িক হাবগুলিতে।
৬ কোভিড পরিস্থিতি বুঝে খোলা যাবে ধর্মীয় স্থান।
৭ আন্তঃরাজ্য পরিবহণ পরিষেবা শুরু করা যাবে। সেক্ষেত্রে ফের রাস্তায় নামতে পারবে বাস। তবে সরকারের নিয়ম মেনেই যাত্রী নিতে হবে বাসে।
৮ পর্যটনের স্থান, জাদুঘর এবার থেকে কোভিড বিধি মেনে খোলা যাবে।
৯ ওয়াটার পার্ক. বিনোদন পার্ক ছাড়াও সুইমিং পুল খোলা যাবে।