Restaurant Serving Beef Closed: ওড়িশার পুরীতে একটি জনপ্রিয় হোটেলে খাসির মাংসের নামে এতদিন ধরে হাজার হাজার মানুষকে খাওয়ানো হচ্ছিল গোমাংস ! যে সমস্ত গ্রাহকরা এই রেস্তোরাঁতে খেতে আসছিলেন, তাদের পক্ষ (Puri News) থেকে প্রবল বিক্ষোভ দেখা যায়। আর তারপরেই আধিকারিকদের নজরে আসে এই বিষয়টি। তড়িঘড়ি পুরীর সত্যবাড়ির এই রেস্তোরাঁ (Puri Restaurant Closed) বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে। অভিযোগ উঠেছিল এখানে খাসির মাংসের সঙ্গে গোমাংস মিশিয়ে খাওয়ানো হত গ্রাহকদের। গতকাল শুক্রবার ৭ মার্চ আধিকারিকদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।


একটি ভাইরাল ভিডিয়োতে এক ব্যক্তি দাবি করেছিলেন যে এই জাতীয় সড়ক ২০১৬-র উপরে অবস্থিত বেশ কিছু রেস্তোরাঁতে খাসির মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় গোমাংস। এই হাইওয়ের মাধ্যমেই ভুবনেশ্বর এবং পুরী সংযুক্ত রয়েছে। এই ভিডিয়োর সত্যতা যদিও যাচাই করা হয়নি।


এই রেস্তোরাঁর খ্যাতি ছিল তাদের খাসির মাংসের রান্নার জন্য


গরু পাচার প্রতিরোধ দলের একজন এই ব্যক্তিকে প্রথমে আটক করে যিনি ভিডিয়োতে এই দাবি তুলেছিলেন। আর তার কাছ থেকেই জানা যায় সাক্ষীগোপাল থানার অধীনস্থ একটি জনপ্রিয় রেস্তোরাঁর নাম। স্থানীয়দের মধ্যেও এই রেস্তোঁরার খুব নামডাক ছিল, আর পথচারী সকলেও জানত এই রেস্তোরাঁর মাটন রেসিপির স্বাদের মাধুর্য।


পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন যে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসন তড়িঘড়ি পদক্ষেপ করেছে, এই রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জনৈক ম্যাজিস্ট্রেটও কারণ এর সঙ্গে মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িত রয়েছে। রাস্তার ধারেই অবস্থিত ছিল এই রেস্তোরাঁটি, আর তাই খ্যাতিও কিছু কম ছিল না। তবে এই অভিযোগ ওঠার পরে রেস্তোরাঁ এখন বন্ধ।


সূত্র অনুসারে, গোমাংস মেশানোর দাবির সত্যতা যাচাই করার জন্য সেই রেস্তোরাঁ থেকে মাটনের রেসিপির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ভুবনেশ্বরের OUAT ল্যাবরেটরিতে। একইসঙ্গে এলাকার গরু পাচারকারীদের মদত দেওয়ার জন্য সত্যবাদী থানার এক সাব ইনস্পেক্টরকে অন্যত্র বদলিও করে দেওয়া হয়।


জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন যে, 'অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে কঠোর সাজা দেওয়া হবে এবং এই কাজ সুপরিকল্পিতভাবে করা হচ্ছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। সমস্ত রেস্তোরাঁর কর্মী ও মালিকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে'।


আরও পড়ুন: YouTube: ভারতের ২৯ লক্ষ ভিডিয়ো এক ধাক্কায় মুছল ইউটিউব ! কী কারণ ?