কটক: এখনও পর্যন্ত ওড়িশায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২। কিন্তু করোনার সঙ্গে লড়াইতে দেশের সব থেকে বড় হাসপাতাল তৈরি করে করছে ওড়িশা সরকারই। এই হাসপাতালে থাকছে হাজারটি বেড। মাত্র ১৫ দিনের মধ্যেই হাসপাতালের কাজ শুরু হবে। জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
আজ পট্টনায়কের সরকার এসইউএম ও কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি করে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে ২টি হাসপাতালের কাজ শুরু হবে।


গতকালই ওএমসি মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ৫০০ কোটি টাকা অনুদান দেয়। এভাবেই ওড়িশায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে কর্পোরেট সংস্থাগুলি।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়েছে। এই মুহূর্তে উন্নত পরিকাঠামো যুক্ত করোনার জন্যই তৈরি এরকম হাসপাতালের গুরুত্ব এক কথায় অপরিসীম।