বালেশ্বর: দুর্ঘটনার পর কেটে গিয়েছে তিনদিন। এখনও ভয়াবহতা কাটেনি। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতদেহের ছবি দেখে দেহ শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছেন প্রিয়জনরা। তাঁদের আকুতি দেখে স্তব্ধ গোটা দেশে (Coromandel Express Accident)। সবমিলিয়ে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও ১০১টি দেহ শনাক্ত করা বাকি রয়ে গিয়েছে (Odisha Train Accident) বলে খবর। 


যত সময় গিয়েছে তর তর করে বেড়েছে প্রাণহানি


শুক্রবার সন্ধেয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। তার পর যত সময় গিয়েছে তর তর করে বেড়েছে প্রাণহানি। একসময় ৩০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল মৃতের সংখ্যা। যদিও পরে ওড়িশা সরকার সেই সংখ্যায় সংশোধন ঘটায়। জানায়, ২৯৫ বা ২৮৮ নয়, ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৭৫ জন যাত্রী। 


ওড়িশা সরকার প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা ১ হাজারের বেশি। ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার রিঙ্কেশ রায় জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ২০০ জন ভর্তি রয়েছেন। ছাড়া পেয়ে গিয়েছেন প্রায় ৯০০ জন। এখনও ১০১টি দেহ শনাক্ত করা যায়নি বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: Odisha Train Accident: কেমন রয়েছে করমণ্ডলের চালক? কোথায় তাঁরা?


ভুবনেশ্বর পুরসসভার কমিশনার বিজয় অমৃত কুলাঙ্গে এএনআই-কে জানিয়েছেন, ভুবনেশ্বরের মর্গে ১৯৩টি দেহ রয়েছে। ৮০ জনকে শনাক্ত করা গিয়েছে। পরিবার-পরিজনের হাতে তুলে দেওয়া হয়েছে ৫৫টি দেহ। পুরসভার হেল্পলাইন নম্বরে ২০০-র বেশি ফোন এসেছে। এখনও দেহ শনাক্তকরণ চলছে। পরিচয় মিলছে যেমন যেমন, পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হচ্ছে।


মৃতদের মধ্যে অধিকাংশ যাত্রীই বাংলার নাগরিক বলে জানা গিয়েছে। এর আগে বাংলা থেকে মারা গিয়েছেন, এমন ৬২ জনের তালিকা হাতে পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফের ওড়িশা যাচ্ছেন তিনি। 


আজ ফের ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়


এ দিন কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন মমতা। প্রথমে কটকে যাবেন, তার পরর ভুবনেশ্বর এমস-এ গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর বাতিল করে ওড়িশা যাচ্ছেন মমতা।