ওয়াশিংটন: বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির জেরে অশোধিত তেলের দামের রেকর্ড পতন। তেলের চাহিদায় টান পড়ায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নেমে এসেছে ব্যারেলপ্রতি ২০ মার্কিন ডলারে। গত ১৮ বছরে এই প্রথম এতটা পড়ল তেলের দাম। এর আগে, ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে তেলের দামে এতটা পতন ঘটেছিল।
বিশেষজ্ঞদের মতে, যেভাবে ইউরোপ ও আমেরিকায় শহরের পর শহর লকডাউনে রয়েছে, গাড়ি চলছে না, বিমান পরিষেবা বন্ধ, তাতে তেলের মতো জ্বালানির চাহিদা অনেকটাই তলানিতে। এরই প্রভাবে পড়েছে দামে।
করোনার জেরে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সম্পূর্ণ লকডাউন চলছে। একাধিক দেশে সোশাল ডিস্টান্সিং মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকদের। বাড়ির বাইরে বেরতে মানা করা হয়েছে। এর ফলে হাইওয়ে শুনসান, পরিবহণ ব্যবস্থা পুরো স্তব্ধ। জরুরি পরিষেবা ছাড়া যাবতীয় কর্মস্থলে কাজ বন্ধ।
এবার দেখার, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাসের ফলে ভারতের বাজারে সাধারণ ক্রেতারা এর সুবিধা পান কিনা?
বিশ্বজুড়ে করোনা-লকডাউনে তলানিতে চাহিদা, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ১৮ বছরের সর্বনিম্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2020 01:20 PM (IST)
লকডাউন, গাড়ি-প্লেন বন্ধ, তাই...........
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -