বিহার: ন্যাশনাল হাইওয়ের কাছে টোল প্লাজার কাছে একটি তেলভর্তি ট্যাঙ্কার উল্টে যেতেই এলাকায় 'উচ্ছ্বাস চিত্র'। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে প্রাণ উদ্ধারের বদলে তেল উদ্ধার করতেই ব্যস্ত সকলে। এমনই একাধিক ভিডিও ও ছবি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ছাপওয়া থেকে রক্সৌলগামী ট্যাঙ্কারটি ছাপড়া থেকে রক্সৌল যাওয়ার সময় সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ট্যাঙ্কারে বোঝাই সয়াবিন তেল ফুটো হয়ে বেরিয়ে আসতে শুরু করে। এই খবর ছড়িয়ে যেতেই তুমুল কাণ্ড ঘটে যায়।
মুহূর্তে ভিড় জমতে শুরু করে ট্যাঙ্কারটিকে ঘিরে। বালতি, গ্যালন, ক্যান, বোতল- হাতের সামনে যে যা পায় নিয়েই ট্যাঙ্কারের সামনে চলে আসে। চলতে থাকে দেদার তেল লুট। নিজেদের মধ্যে ভিড় করতেও দেখা যায়। এরপর কে আগে কত তেল নেবে তা নিয়ে শুরু হয় মারপিট। হাতাহাতিতেও জড়িয়ে পড়েন অনেকে। সুগৌলি থানার উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে খবর স্থানীয় সূত্রে।
ঘটনাটি ঘটেছে পূর্ব চম্পারণ জেলার ছাপওয়া-সুগৌলি জাতীয় মহাসড়কের টোল প্লাজার কাছে। পুলিশের উপস্থিতিতে তেল লুট করা হচ্ছিল। পুলিশ তেল লুটপাটও বন্ধ করেনি, এমনটাই জানা গিয়েছে। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর চালক এবং সহ-চালক নিরাপদে আছেন বলেই খবর।
ট্যাঙ্কার চালক মহম্মদ সাজিদ খান জানান, তিনি কলকাতা বন্দর থেকে নেপালে এই তেল নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ সুগৌলি টোল প্লাজার কাছে সামনে থেকে একটি ট্র্যাক্টর এসে পড়ে। সেই সময় দুর্ঘটনা এড়াতে জরুরি ব্রেক চাপলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।